গ্রাম ছাড়া ঐ রাঙ্গা মাটির পথ

লিখেছেন লিখেছেন নতুন মস ২৯ এপ্রিল, ২০১৩, ১১:২৫:৪৫ রাত

তারা ঝলমল আকাশে

মিটিমিটি তারার সাথে নুপুর পরা

ছন্দ ছাড়া

বালিকা কথা

কয় একা একা...

মেঠো পথ

নিঝুম রাত

পায়ে পায়ে হেটে বহু দুর পথ চলা.....

রঙ্গিন স্মৃতিতে

মুক্ত খুঁজি।

জীবনে জয়গান

এভাবেই কাটে হাজারও

গ্রাম্য বালক বালিকার

রংধনু ছেড়ে

চলে আসি মোরা

লাল নীল বাতির খোঁজে

টাকা দিয়ে সুখ সাজাতে

ঞ্জান অর্জন করে

সমাজে বাতি জ্বলাতে....

শহরে পদার্পণ আমাদের

হঠাত্‍ ধাক্কা....

লন্ডভন্ড পৃথিবীর

স্বপ্নরা ডানা মেলে

উড়ে যায় আকাশে....

সব হারিয়ে

কবরে চলে যাওয়া

এটায় জীবনের চূড়ান্ত ও সর্বশেষ খেলা

সব শান্ত

পরিবেশ একদম নিশ্চুপ।।

পৃথিবীর বুকে

এক পায়ে নুপুরের সাজে

অবলা নারী হারায়

সব কিছু যে

এখন শুধু অপেক্ষা

বাবা অপেক্ষায় ঔষুধের

মা অপেক্ষায় সন্তানের

আর যদি সন্তান বেঁচে থাকে

ওর অপেক্ষা কখনও শেষ

হবে না

অভাব পূর্ণ হবে না

কখনই মায়ের

স্নেহমায়া মমতা।

রাতঃ১১.২২

ঐ দুর আকাশ

আর খোলা সবুজ মাঠ

আমি বহু দিন ধর দেখিনি

প্রাণভরে

মনমরাSad।।

বিষয়: বিবিধ

১৭৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File