নব জাগরণে নববর্ষ

লিখেছেন লিখেছেন নতুন মস ১৫ এপ্রিল, ২০১৩, ১২:১১:৩৮ রাত

১৪২০

পহেলা বৈশাখ।

আজ আমি নববর্ষের ফোন পাইনিSad

আমি নববর্ষের মেসেজও পাইনিSad

মুলুত কাউকে দেই নাই ত:-) সুতরাং পাওয়া আশাও করার সময় পাই নাই

আমি সাধারণত ঘুমাতে ব্যস্ত মানুষ:-)।

বাসা থেকে বের হব

তাও আবার আজ

অহেতুক?

যাইহোক

আম্মু জোর করেই বাজারে পাঠালেন।

রাস্তায় নেমেই মনে হল আমার বাপ মা মধ্যযুগের লোক ছিলেন।

তা না হলে স্কুল কলেজ জীবন পার করলাম কত বৈশাখ এল গেল কিন্তু শাড়ি পরে সাজু গুজু করে যাওয়া হল না কোথাও হবে কি করে বৈশাখ যে উত্‍সব তাই ত জানলাম না ছোট কালে আগ্রহ জাগেনি

আমি খুশি:-)।

আজকে অভিনব নববর্ষ পালন করলাম।

ঝার ফুক নববর্ষ:-P!

এত ভীর রাস্তায়।

মানুষের মধ্যে সাতার কাটতে কাটতে বাজারে ডুকলাম।

আসার পথে এক দোকান থেকে পানিপূর্ণ মেহেদী ডাল পাতা কিনে নিলাম এত ভীর আমি ভদ্র মানুষের মত ললনাদের পিছে পিছে হাটা ধরেছি পানিপূর্ণ মেহেদী পাতা দিয়ে ঝার ফুক স্ট্যাইলে করছি

সামনে ললনা এত ভদ্র ছিল যে পানির ছিটার ভয়ে,রাস্তা ছেড়ে দিয়েছে আমাকে,

আমি ভদ্রভাবে বাসায় চলে আসলাম।

যদিও আজ তারা কিছু বলেনি তবে আমি যথেষ্ট অভদ্র আচরণটা করে ফেলেছি।

যাইহোক

আজ নতুন করে নববর্ষ নিয়ে ভাবনা জাগ্রত হল।

অপকৃষ্টি বলে ঘৃণা করে এই সংস্কৃতিকে ঠেলে ঘরের কোনে বসে থাকার সুযোগ নেই।

কি সাংঘাতিক

ঢাকার রাস্তায় লাল সাদার ঢল নেমেছে!

ভাবছি এত গুরুত্বপূর্ণ

উত্‍সব সম্পর্কে এখন না জাগলে কাল ত আমার সন্তানও

ললনা রূপধারণ করতে আবদার করবে।

বিপ্লব হচ্ছে দেশজুড়ে নাস্তিকদের বিরূদ্ধে কিন্তু অপসংস্কৃতিতে ঢাকা পুরো দেশ।ব্যাভিচার কি যারা করে তারা কি যানে।আমার মনে হয় যানে না।

পৃথিবীতে যত আন্দোলনে হয়েছে সব আন্দোলনে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে কবি সাহিত্যিক এবং মিডিয়ায় লোকেরা।বর্তমানে সবাই ব্যাভিচার করতে শেখাচ্ছে।

মিডিয়ার ক্ষমতা ব্যাপক। আমার ভাই সেদিন বলল,

সিনেমা হলের জন্য বাংলা সিনেমা তৈরি করতে হবে ইসলামিক চিন্তাধারার লোকদের প্রচুর পরিমানে। সিনেমার ধরণটা বর্তমানের মত করলেও অবশ্যই গুনগত ধারায় এগিয়ে গেলেই অন্তত শ্রমিক কর্মজীবি জনগণের একটা বিশাল অংশের চেতনাকে ধীরে ধীরে পরিবর্তন করা যাবে।

সবাই বলছে,

বর্তমান সময়ে ইসলামের জাগরণের সময়।

আমাদের প্রধানমন্ত্রীও জানেন না বক্তিতা দেওয়ার জন্য দিচ্ছেন।

যেমনটা আমি নববর্ষ নিয়ে সবাইকে চিন্তা করতে বলছি।এত আন্দোলনের মাঝে কারই এখন মিডিয়ে নিয়ে ভাবার সময় কোথায়।

তবুও বলি আমরা জাতিকে জাগ্রত করতে চাইলে মিডিয়ার ভুমিকাকে কিভাবে অস্বীকার করব।

রাতঃ১২.০০

বিষয়: বিবিধ

১০০০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File