অনুতপ্ত
লিখেছেন লিখেছেন নতুন মস ১৯ জানুয়ারি, ২০১৩, ০৭:৩৯:০৯ সন্ধ্যা
বিষাক্ত কথার ছোবল
ছিড়ে ছিড়ে জীবনকে ছিন্ন বিছিন্ন করে
নিরব কান্না কাঁদে
চোখ
টুপ টাপ টুপ টাপ
নোনা পানির ধারা
বড়ই তিক্ত
মানুষ বড়ই নিষ্ঠুর
পিশাচের মত চলন
অশ্লীল বাক্য
তাদের পুজির থলি
ঘৃণা করব ভাবি।
কিন্তু মন ত ঘৃণা
করতে শেখেনি,
ক্ষমা কর মন।
আল্লাহর দরবারে
হেদায়াত চাও।
নিজের জন্য,
অন্যের জন্য,
অন্যায় কারীর জন্য,
হে প্রতিপালক
আমি বড়ই পাপী
বড়ই অকৃতঞ্জ
ক্ষমা করে দাও।
বিষয়: বিবিধ
১০১৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন