প্রাণটা যেদিন চলে যাবে
লিখেছেন লিখেছেন ওমর ফারুক সবুজ ২১ জানুয়ারি, ২০১৩, ১১:৩৭:৪৩ রাত
এক দিন চলে যাবো
এই সুন্দর পৃথীবি ছেড়ে
আর কখনো আসবোনা
এই পৃথীবিতে ফিরে।
যেদিন আমার প্রাণটা
চলে যাবে উড়ে
কান্নার ঢেউ পড়ে যাবে
আমার পরিবার।
ক্ষমা করে দিও সবাই
আত্মীয় সজন যত
তোমাদের ছেড়ে চলে যাব
চিরদিনের মত।
দোয়া কর আমার জন্য
তোমরা সবাই মিলে
আমি যেন শান্তি পাই
ঐ কবরে গেলে
বিষয়: বিবিধ
১১৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন