কোরআন
লিখেছেন লিখেছেন ওমর ফারুক সবুজ ১৮ জানুয়ারি, ২০১৩, ১২:০৩:০৯ দুপুর
কোরআন পর বেশি করে
কোরআন দেখাবে আলোর পথ
কোরআনের পথে চলবো মোরা
আল্লাহর নামে কর শপথ।
কোরআন পরবো আমরা সবাই
ভাল করে অর্থ বুঝে
কোরাআনের মাঝে পাবে তুমি
জান্নাতের পথ খুজে।
এই দুনিয়ার মায়া ছেড়ে
চলবো আমরা আল্লার পথে
তাহলে তুমি শান্তি পাবে
ঐ না আখিরাত।
বিষয়: সাহিত্য
১০৪১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন