শাহবাগ ইস্যু: গণজাগরণ নাকি কমিউনিজমের উত্থান?
লিখেছেন লিখেছেন সত্যতে বিশ্বাসী আমি ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:০৭:৩৪ সকাল
সমপ্রতি মিডিয়ায় ব্যাপক আলোচিত হচ্ছে শাহবাগের গণজাগরণ নিয়ে। যা ঘোষিত হয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হিসেবে।
এই গনজাগরণে ব্যাপকভাবে অংশ নিচ্ছে ব্লগাররা। তার সাথে সাথে হত্যার স্বীকার রাজীব হায়দার ওরফে ব্লগার থাবা বাবা খ্যাত হয়েছে দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রথম শহীদ হিসেবে।
এখন কথা হলো আমি জাতির কাছে জানতে চাই, এই গনজাগরণ কি নির্যাতিত, নিপীড়িত, অসহায়, দুঃখী দুর্দশাগ্রস্ত-দের জন্য না কমিউনিজমের উত্থান ঘটিয়ে পবিত্র ইসলাম ধর্মকে চুর্ণ-বিচুর্ণ করার অপপ্রয়াসের একটি পরিকল্পনা মাত্র?
কেননা শাহবাগের যে সকল ব্লগাররা আজ এই তথাকথিত গণজাগরণের নেতৃত্ব দিচ্ছে তারা সবাই আল্লাহ ও তার রাসূল (সাঃ) কে অশ্লীল ভাষায় গালি দিয়েছে, কটাক্ষ করেছে ইসলামকে।
আর তারাই আজকে উচ্চবাচ্য করছে ইসলামী রাজনীতি বন্ধের। তাদের উচিত ছিল সাগর-রুনির হত্যা মামলার সুস-বিচারের জোড় দাবী জানানো।
তাদেরও উচিত ছিল নোয়াখালীতে এসিড দগ্ধ দু'বোনের পাশে দাড়ানোর আন্দোলন করা, তাদেরও উচিত ছিল অনাহারে অর্ধহারে কাটানো মানুষদের পাশে দাড়ানো।
কিন্তু তারা আজ তা না করে উচ্চবাচ্য করছে মৌলবাদী অর্থনীতি বন্ধের। তাই আমি জানতে চাই, তাদের উদ্দেশ্য কি?
তাদের জনগণের কান্ডারী হতে দেখা যাচ্ছে না। তারা শুধুই ইসলামী ধর্মীয় মূল্যবোধে আঘাত হানছে।
তাদের যদি মূল উদ্দেশ্য হয় জামাত শিবিরকে নিষিদ্ধ করা, আর যুদ্ধাপরাধীদেও বিচার করা, তবে তারা শুধু সেই কাজই করুক।
কিন্তু' তারা যেন ইসলাম ধর্মকে নিয়ে, ইসলামী রাজনীতিকে নিয়ে খেল তামাশা না করে। এই হলো শাহবাগের ব্লগারদের প্রতি জনগণের কঠোর দাবী।
বিষয়: রাজনীতি
১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন