!!!!!আমেরিকানদের সাথে বাংলাদেশিদের কারিশমা!!!! [একটু হাসুন ]
লিখেছেন লিখেছেন মাওহিবা তাকিয়া ২৭ জানুয়ারি, ২০১৩, ০৬:৫২:১৩ সকাল
প্রথম ঘটনাঃ
একবার ট্রেনে ২ আমেরিকান বন্ধু & ২ বাংলাদেশি বন্ধু উঠেছে।
আমেরিকান ২ জন ২টা টিকিট নিয়ে উঠে দেখে ২ বাংলাদেশি মিলে ১টা মাত্র টিকিট কিনেছে।
তারা ভাবলো মজা দেখবে, বাংলাদেশিরা যখন ধরা খাবে।
একটু পরে বাংলাদেশিরা বাথরুমে ঢুকে গেল।
চেকার এসে সবার টিকিট নিল। Then বাথরুমে নক করলো।
এক বাংলাদেশি হাত বাড়িয়ে টিকিট দিল। যেহেতু বাথরুমে ২জন একসাথে ঢুকার কথা চেকার কল্পনাও করতে পারে নি, তাই একটা টিকিট নিয়েই সে চলে গেল।
এই দেখে আমেরিকান ২ বন্ধু খুব বিমর্ষ বোধ করলো। তারা পরবর্তী জীবনের জন্য শিক্ষা ( ) নিল।
আরেকবার ট্রেন ভ্রমণে আমেরিকান ২ বন্ধু একটা টিকিট কিনলো।
ট্রেনে উঠে দেখে আবার ঐ ২ বাংলাদেশি। কিন্তু এবার তারা কোন টিকিটই কিনে নাই।
যাই হোক টিকিট চেকার আসার টাইম হল। আমেরিকানরা বাথরুমে ঢুকে গেল।
একটু পর বাংলাদেশি গিয়ে ঐ বাথরুমে নক করে বললো “টিকিট দিন”।
আমেরিকান বন্ধুরা ভাবলো চেকার এসেছে। তারা একজন হাত বাড়িয়ে টিকিট দিয়ে দিল।
সেই টিকিট নিয়ে ২ বাংলাদেশি বন্ধু আরেকটা বাথরুমে ঢুকে পড়লো।
[সত্য ঘটনা অবলম্বনে ]
দ্বিতীয় ঘটনাঃ
বাংলাদেশ আর আমেরিকার মধ্যে গেরিলা যুদ্ধ হচ্ছে।
সবাই লুকিয়ে আছে।
বাংলাদেশিদের অস্ত্রসস্ত্র কম তাই তারা অকারণে একটা গুলিও নষ্ট করতে নারাজ।
তারা একটা বুদ্ধি বের করলো। ডাক দিল “হু ইজ জেইমস?”
যেহেতু আমেরিকানদের মধ্যে জেইমস একটা কমন নাম, একজন সাড়া দিল “আই অ্যাম”
সাথে সাথে ঠাস। বাংলাদেশিরা গুলি করে দিল জেইমসকে।
আবার তারা ডাক দিল “হু ইজ মাইকেল?”
যেহেতু মাইকেলও একটা কমন নাম, একজন সাড়া দিল “আই অ্যাম”
সাথে সাথে ঠাস। বাংলাদেশিরা গুলি করে দিল মাইকেলকে।
এভাবে কয়েকজন সৈন্য মারা যাওয়ার পর আমেরিকানদের বোধোদয় হল।
তারা বাংলাদেশিদের কারিশমা বুঝে গেল।
এবার তারা ডাক দিল “হু ইজ রহিম?” বাংলাদেশিরা দেখলো কাহিনী উল্টিয়ে যাচ্ছে।
তারা এবার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো “হু ইজ কলিং রহিম?”
এক আমেরিকান উত্তর দিল “আই অ্যাম”
সাথে সাথে ঠাস। বাংলাদেশিরা গুলি করে দিল সেই আমেরিকানকে। <:-P
বিষয়: বিবিধ
১১৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন