গ্রামীণ ব্যাংক এন.জি.ও কর্মি চোর
লিখেছেন লিখেছেন মোস্তাফা দেওয়ান ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৫২:২২ সন্ধ্যা
গ্রামীণ ব্যাংক এন.জি.ও কর্মি চোর
ব্যাৎসারিক হিসাব সংশোধনের জন্য গ্রামীন ব্যাংক কর্মী আমার কাছে থেকে সঞ্চয়ী হিসাব বই নিয়ে যায়।
কিন্তু এক মাস ধরে আমার বই ফেরত দেয় না। এদিকে আমার কাছে থেকে কিস্তি ঠিকমত নিয়ে যায়।
আমি সঞ্চয়ী হিসাব বই চাইলে, বলে হিসাব চলতেছে। বিভিন্ন ধরনের যুক্তি দেখায়। আবার একমাস পর
আমি গ্রামীণ ব্যাংক ম্যানেজারের সঙ্গে দেখা করে বিস্তারিত জানায়। ম্যানেজার আমাকে হলমার্ক গ্রুপের
উদাহারণ দেয় যে হলমার্ক যেখানে কোটি কোটি টাকা আত্নসাৎ করছে সেখানে আমাদের গ্রামীণ ব্যাংক
কি এমন আহামরি ব্যাপার । বিষয়টি জটিল ভেবে আমি চেয়ারম্যানের( আট নং ইউনিয়ন পরিষদ)
নিকট জানায়। চেয়ারম্যান কথা বললে গ্রামীণ ব্যাংক ম্যানেজার বলে আমিতো উনার হিসাব বুঝে দিতে
চাইছি। তখন চেয়ারম্যান আমাকে তাদের অফিসে যেতে বল। আমি সেই মত তাদের অফিসে যায় তিন
দিন সকাল বিকাল। কিন্তু কোন ব্যাবস্থা করে দেয়না । পরে আমি কিস্তি কেন্দ্রে যায়। সেখানে উপস্থিত সব সদ্যসের নিকট বিষয়টি জানায়। তখন ঐ কর্মী আমাকে কেচের ভয় দেখায়। এছাড়া প্রত্যেক সদ্যেসের নামে 230 টাকা শেয়ার এর টাকা আসে। সেই টাকা প্রতি বছর তারা আত্নসাৎ করে। হিসাব
করেন একজন 230 টাকা হলে সমিতির কত টাকা হয়? এছাড়া আরও জটিল সমস্যা আছে যেগুলো প্রয়োজনীয় কৃর্তপক্ষের স্বচক্ষে হয়।
সমিতির ঠিকানাঃ
নওগাঁ জেলার মান্দার শাখা, (বান্দাই খাড়া গ্রামীণ ব্যাংক) আত্রাই থানা , নওগাঁ জেলা
বিষয়: বিবিধ
১৩৫০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন