কোঠায় জীবন অতিষ্ট, বাতিল হোক সর্বনাশী নিয়ম

লিখেছেন লিখেছেন মোস্তাফা দেওয়ান ১২ জুলাই, ২০১৩, ০৮:২৭:০৫ সকাল

আমি আন্দোলনরত সকল ভাইদের জানায় আন্তরিক সালাম। আপনাদের এই আন্দোলোনের খবর শুনে আমি অনেক খুশি হয়েছি। কোটা প্রথা বাতিল প্রসঙ্গে আমি আগেও লিখেছি। আজ আবার লিখলাম কারণ আজকের দিনে অংশ গ্রহণ না করলে আমি আপনাদের সাথে শরীক হতে পারবো না। তাই সুদূর গ্রাম থেকে আপনাদের আমি সমর্থন জানায়। তবে একটা অনুরোধ জানায় এই সরকারের আমলে যে উন্নয়ন হয়েছে তা স্বাধীনতা পরবর্তী আমলে সম্ভব হয়নি।এই সরকারের সময়ে যত আন্দোলন সমর্থন করেছে কোন সময়ে তা কেউ করতে পারেনি।সুতারাং আমাদের দাবী যৌতিক, আদায় করব যৌতিকভাবে। কোন ক্ষয়ক্ষতি করে নয়। কারণ আমরা শিক্ষিত সমাজ, আমাদের কাছে জাতি অনেক কিছু আশা করে। দেশ বর্তমানে জটিল অবস্থা বিরাজ করছে যেকোন দুষ্টুচত্রু আমাদের দুর্বলতাকে হাতিয়ার করে তাদের উদ্দেশ্য হাশিল করার চেষ্টা করবে। সুতারাং আমাদের আন্দলন অব্যাহত থাকবে দাবী আদায় না হওয়া পর্যন্ত।চারিদিকে চোখ কান খোলা রাখুন দাবী আদায়ে বদ্ধ পরিকর থাকুন।

বিষয়: বিবিধ

১৬৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File