আত্রাইয়ে প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
লিখেছেন লিখেছেন মোস্তাফা দেওয়ান ২৯ জুন, ২০১৩, ০৭:৫৯:২৬ সন্ধ্যা
আত্রাইয়ে প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে এক প্রধান শিক্ষকের অনিয়মের প্রতিবাদে ও তার বিচার দাবিতে এলাকাবাসী বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সন্ন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয়ে। এলাকাবাসী সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান সমপ্রতি তার বিদ্যালয়ে একজন শিক্ষক নিয়োগ দেন। অভিযোগ রয়েছে ওই শিক্ষকের কাছ থেকে তিনি তিন লক্ষাধিক টাকা গ্রহণ করেন। এ নিয়োগের ক্ষেত্রে তিনি বিদ্যালয়ের সভাপতি ও সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক দুলুর স্বাক্ষর জাল করেন। সভাপতির স্বাক্ষর জাল করে তিনি আরও কয়েকজনের কাছ থেকে টাকা গ্রহণ করেন। সভাপতির স্বাক্ষর জাল করে শিক্ষক নিয়োগের বিষয়টি জানাজানি হলে সভাপতি মাহবুবুল হক দুলু ওই শিক্ষকের বিচারের দাবিতে এলাকাবাসীদের নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। গতকাল শুক্রবার সন্যাসবাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত জনতার উদ্দেশে ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক দুলু, গ্রামবাসীর পক্ষে আব্দুস সালাম, জামাল উদ্দীন, ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এ ব্যাপারে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমানের সাথে তার মুঠোফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। (
করতোয়া)
বিষয়: বিবিধ
১৬৬৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন