হাইস্কুলে শিক্ষক নিয়োগ টাকার বিনিময়ে

লিখেছেন লিখেছেন মোস্তাফা দেওয়ান ২০ জুন, ২০১৩, ০৮:১৫:৪৬ রাত

এত দিন ভিতরে গুমরে মরেছি ।আহাঃ কি অনিয়ম টাকা দিয়ে হেডমাষ্টার সভাপতি কিনে অযোগ্য শিক্ষক, যোগ্য হিসাবে নিয়োগ পাই।তবে আজ তার জলন্ত প্রমাণ মিলল।তাই আজ আমি এই গুরত্বপুর্ণ লেখা আপনাদের মাধ্যমে ছড়িয়ে দিলাম সকল কাছে।বিষয়টি জটিল এবং বড় তাই এটা ধারাবাহিকভাবে লিখতে হবে।

১.টাকা দিয়ে শিক্ষক নিয়োগ

২.সভাপতির স্বাক্ষর ছাড়া শিক্ষক নিয়োগ

৩.উপজেলা শিক্ষাঅফিসার ছাড়া শিক্ষক নিয়োগ

৪.ভাইবাবোর্ডে চাকরীপার্থীর অনপস্থিতিতে শিক্ষক নিয়োগ।

আমি আজ ১ নং ধারা নিয়ে আলোচনা করব।

বৈকাল ৫ ঘটিকায় আমাদের ফুটবল মাঠে আমাদের চেয়ারম্যান সাহেব কত গুলো গুরত্ব পুর্ণ কথা বলে যে , সন্ন্যাস বাড়ী জুনিয়োর হাইস্কুলের প্রধান শিক্ষক কয়েকজনের থেকে টাকা নিয়েছে চাকরি দিবে বলে।অথচ এর আনা পাই আমি গ্রহণ করি নাই।এবং এগুলো আমার জানা নাই । আমার কাছে স্বাক্ষর নিতে আসলে সরল বিশ্বাসে আমি তাদের স্বাক্ষর করে দিতাম।কিন্তু একাধিক শিক্ষক এর কাছে থেকে টাকা ঠিক নিয়েছে কারও বেতন করে দিতে পারেনি।তাই অনেকে স্কুল থেকে জীবনের তাগিদে অনত্র চলে গেছে।চেয়ারম্যান সাহেব ঐ স্কুলের সভাপতি তাই তিনি ঐ সকল শিক্ষকদের কাছে টাকা ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করে।এছাড়া প্রধান শিক্ষকের পরামর্শে কোন শিক্ষকের পদের অদল বদলও করেছে । কাউকে স্কুল থেকে বের করে দিয়েছে কাউকে শিক্ষক থেকে ক্যারানি বানিয়েছে। এই কথাগুলো স্বীকার করে ক্ষমা চেয়ে নেয় সভাপতি।এবং প্রধান শিক্ষক টাকা নিয়ে শিক্ষক নিয়োগ করেছে এই অনিয়মের বিচার করে দিবে বলে আশ্বাস প্রদান করেন।(এছাড়া আরও গুরত্বপুর্ণ তথ্য এর পরে লেখার চেষ্টা করব।)

বিষয়: বিবিধ

১৩৬৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File