সিটি নির্বাচন সাবধান 2 D
লিখেছেন লিখেছেন মোস্তাফা দেওয়ান ১৮ জুন, ২০১৩, ১২:৫১:৪৩ দুপুর
একটু পরে হলেও লিখলাম্।এমন কিছু হয়নি ৪ সিটি নির্বাচনে যে এক দল সর্গে গেল আর এক দল জাহান্নামে গেল।তবে একটু ভাববার আছে যে, আল্লাহ জনগণের মাধ্যমে তাকেই ক্ষমতা প্রদান করতে চায় যে বা যারা সাধারণ মানুষের দু বেলা খাবার,মোটা কাপড়,নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেন সস্তায় ক্রয় করতে পারে ।আর যে সকল বেকাদের উপর নির্ভর করে একটা সংসারের অনেক মুখ,এমন কি বৃদ্ধ পিতা মাতা পুঙ্গু অসহায় সদস্য।তাদের যেন কর্মসংস্থানের সুব্যবস্থা করা হয়।দেশে যেমন শিক্ষা ক্ষেত্রে অনেক করেছেন তেমনি বেড়েছে শিক্ষিত বেকার।যখন পরিবার প্রতি একজন করে চাকরি দেওয়ার অঙ্গিকার করেছিলেন তখনকার জনগণের মনোভাব আপনাদের মনে নেই । তাই আজকে ভাবতে হচ্ছে কেন এই পরাজয়?। কথা গুলো যদিও স্বার্থপরতার দিকে নিয়ে যায় তবুও লিখলাম।সময় সল্পতা কারণে এরকম অনেক বিষয় আছে যা লিখা সম্ভব হলো না।সিটি নির্বাচনের যখন খবর শুনছিলাম তখন একজন ভাল মানুষ বলল কিরে তোর নানীর খবর কি? আমি বললাম এটা তো আমার এলাকা না।তখন সে বলল কোন এলাকায় ভোট দিবু? আমি আর বিশেষ কিছু বলিনি কারণ কথায় নয় কাজে পরিচয়।জটিলতা দুর করে সঠিক লক্ষ প্রনয়ন সততা আর বুদ্ধিমতার পরিচয়।
বিষয়: রাজনীতি
১১৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন