সাধারণ জ্ঞানের বিশ্বকোষ,

লিখেছেন লিখেছেন মোস্তাফা দেওয়ান ০৯ জুন, ২০১৩, ১০:৪৮:৪৬ সকাল

ধর্ম সংক্রান্ত বিভিন্ন মতবাদ দিলে বিশেষজ্ঞের মতে, বর্তমান কালের সভ্য মানুষের সৃর্ষ্টি হতে লক্ষ কোটি বছর লেগে গিয়েছে। প্রথমে সৃর্ষ্টি হয়েছে বিভিন্ন আকৃতি ও প্রকৃতির উদ্ভিদ । তার পর উদ্ভিদ এর খাবার তৈরির জন্য বাতাস থেকে কার্বন-ডাই-অক্ইড শুষে নিয়ে পৃথিবীর বাতাসে অক্সীজেন এর মাত্রা বৃদ্ধি করে যখন একটা ভারসাম্য অবস্থার সৃষ্টি হয়। তখন পৃথিবী প্রাণীদের বাসযোগ্য হয়ে ওঠে। আনুমানিক ১৭ লক্ষ বছর আগে মানুষের জন্ম হয় বলে ধারণা করা হয় । ৪ লক্ষ বছর আগে জাভা মানুষ বা সটান খাড়া হয়ে চলা হোমো ইরেকটাস মানুষের উৎপত্তি ঘটে। ৭০০০০ হাজার বছর আগে দেখা দেয় নিয়নডারথল মানুষ । এদের বাস ছিল ইউরোপ , এশিয়া ও উত্তর আফ্রিকায় । আধুনিক মানুষের পুর্বপুরুষ ক্্রো ম্যানিয় মানুষের আর্বিভাব এর আরও অনেক পরে।

সংগ্রহঃ সাধারণ জ্ঞানের বিশ্বকোষ, গোলাম মাহাবুব

এ সংক্রান্ত আর তথ্য পেতে ভিজিট করুন http://www.pnpcnewline.blogspot.com

বিষয়: বিবিধ

১০৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File