তৃতীয় শ্রেণীর বাংলা প্রশ্ন পত্র
লিখেছেন লিখেছেন মোস্তাফা দেওয়ান ২৪ মে, ২০১৩, ০৮:০১:০২ রাত
পি,এন,পি,সি সৃজনশীল মডেল প্রশ্ন বাংলা,দ্বিতীয় সাময়ীক পরিক্ষকার জন্য
তৃতীয় শ্রেণী------বিষয়ঃ বাংলা
সময়—2 ঘন্টা পূর্ণমান 100
প্রদত্ত অনুচ্ছেদ পড়ে ১, ২, ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর লিখঃ
বাংলা আমার মায়ের ভাষা। বাংলা আমার রাষ্টভাষা। এই ভাষাকে পাকিস্তানি সরকার মেনে নিতে পারেনি। তারা চায় উর্দুকে রাষ্ট ভাষা করতে।বাংঙলির মুখের্ ভাষা কেড়ে নিতে।কিন্তু ছাত্র জনতা তা মানতে রাজি নয়।ফলে তারা ভাষার দাবিতে রাজপথে নামলো মিছিল করতে।সেই মিছিলে পুলিশ গুলি চালালো।গুলিতে নিহিত হলো রফিক, সালাম, বরকত, জব্বার আরও নাম জানা অজানা অনেকে।এরা আমাদের ভাষাশহিদ।এদের মধ্যে একজন ভাষাশহিদ আবদুস সালাম।নোয়াখালি জেলায় তার বাড়ি।তিনি ঢাকায় চাকরি করতেন।কিন্তু ঐদিন তার চাকরিতে যাওয়া হলো না্।ভাষার টানে তিনিও গেলেন মিছলে।একসময় পুলিশের গুলি এসে লাগলো তার শরিরে। তিনি আহত হলেন।হাসপাতালে তাকে ভর্তি করা হলো।সেখানে দেড় মাসেরও বেশি সময় ধরে চিকিৎসা দেওয়া হলো । কিন্তু বাচানো গেলনা।
এভাবে ভাষা শহিদেরা জীবন দিয়েছেন। তারা জীবন দিয়ে বাংলা ভাষার সম্মান রক্ষা করে গেছেন।আমরা আজ বাংলা ভাষায় কথা বলতে পারছি।তাদের ত্যাগের কথা ভুলে যাওয়ার নয়।আমরাও মার্তভাষাকে ভালোবাসব।
1| mwVK DËi LvZvq wjLt 5
(K) ভাষা শহিদ কে? (খ)আবদুস সালামের বাড়ি কোন জেলায়?
I. করিম 1 নও
II. সাহেব 11.নোয়াখালি
III. মানিক 111.ঢাকা
IV. সালাম 1V.রাজশাহী
(গ)ভাষার দাবিতে কারা মিছিল করেছিল? (ঘ)কত সালে ভাষা আন্দলোন হয়েছিল?
I. পুলিশেরা 1. 1952 mv‡j 11.1971 সালে 111. 1948
II. ডাকাতেরা
III. মাস্তানেরা
IV. ছাত্ররা
(ঙ)কত মাস পর সালাম মৃর্তুবরণ করেন?
I. দুই মাস 11. দেড় মাস 111.এক মাস 1V. আড়াই মাস।
2| ïb¨¯’vb cyiY Ki| 5
(ক)ফলে তারা ---------- রাজপথে নামলো মিছিল করতে।+
(খ)তারা জীবন দিয়ে -------- ভাষার ----------রক্ষা করে গেছেন।
(গ)তাদের ------------- কথা ভুলে যাওয়ার নয়।
(ঘ)তারা চায়-----------রাষ্ট ভাষা করত
(ঙ)----------- জেলায় তার বাড়ি।
3।যুক্ত বর্ণ ভেঙ্গে দেখাওঃ শব্দ তৈরি কর 5
স্ম, ম্ন, শ্ম, ঞ্জ, জ্জ্ব,
4| wb‡Pi cÖkœ ¸‡jvi DËi wjLt 5*2=10
(K) Kviv fvlv kwn`?
(L) Avgiv †Kb Zv‡`i K_v fzj‡Z cvie bv?
কবিতাংশ পড়ে নিচের প্রশ্নের উত্তর দাওঃ
আমাদের দেশে হবে সেই ছেলে কবে
কথায় না বড় হয়ে কাজে বড় হবে?
মুখে হাসি বুকে বল,তেজে ভরা মন
”মানুষ হতেই হবে এই যার পন।
বিপদ আসিলে কাছে হও আগুয়ান
নাই কি শরীরে তব রক্ত, মাংস,প্রাণ?
5। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও ৫
(ক) দেশের কিরকম ছেলে চাই?
1.কাজে নয় কথায় বড় 2.কথায় নয় কাজে বড় 3.কথা কম কাজ কম 4.কথা বেশি কাজ কম।
(খ)হাত পা সবারই আছে মিছে কেন ভয়-কবি কেন একথা বলেছেন?
1.সাহস যোগাবার জন্য 2.শক্তি অর্জনের জন্য 3.বুদ্ধি দেওয়ার জন্য 4. চরিত্রবান হওয়ার জন্য।
(গ) ছেলেরা মানুষ হলে কি উপকার পাবে?
1.সবাই ধনী হবে 2.সুখে দিন কাটবে 3.দেশের কল্যাণ হবে 4.বিদেশে গমন করবে।
(ঘ) 1.কবি কোন ধরনের ছেলে প্রত্যাশা করেন?
1.কথায় কথায় যার চোখে জল আসে 2. অল্পতেই যার মাথা ঘুরে যায় 3.যার চেতনা রয়েছে
(ঙ) এই কবিতার লেখক এর নাম কি?
1. কবি গোলাম মোস্তাফা 2.শামছুর রাহমান 3.সুফিয়া কামাল 4.কুসুমকুমারি দাশ
৬।নিচের প্রশ্নের উত্তর দাও ১০
(ক) আমাদের দেশের ছেলেরা কিসে বড় হবে?
(খ) আমাদের ছেলেরা কি পণ করবে?
(গ) বিপদ এলে ছেলেরা কি করবে?
(ঘ)কোন ছেলে পিছিয়ে পড়েনা?
(ঙ)কেমন ছেলে কে কেউ চায়না?
৭। আমার পণ কবিতার মুলভাব লেখ? ৫
৮।শব্দার্থ লেখঃ
পাঠ, পরিখা, কুপোকাৎ ,শ্মশান, মিছিল।
৯। বানান গুলো শুদ্ধ করে লেখঃ
অরন্য, গভির, সুর্য , মহাশশান,ডাকতার।
১০। বিরাম চিহ্ন বসাওঃ ৫
৭ই মার্চ ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান ঐ ভাষণে তিনি স্বাধীনতা ্ সংগ্রামের ডাক দেন মোস্তফা কামাল তখন ২৪ বছরের সাহসী যুবক বঙ্গবন্ধুর ভাষণ শুনে ্ তার বুক ফুলে ওঠে
১১।এক কথায় প্রকাশ করঃ ৫
যিনি রাজার কর্মচারী, যিনি কবিতা লেখেন, জানার ইচ্ছা, আকাশে ওড়ে যে, বুদ্ধি নাই যার।
১২। বিপরীত শব্দ লিখঃ শক্ত, নিয়মিত, আহত, সম্ভব, জীবন। ৫
১৩। সমার্থক শব্দ লিখঃ ৩ টি করে--- গগন, ধরণী, জল, বায়ু, চাদ, সূর্য। ৫
১৪। ক্রমবাচক শব্দ দিয়ে বাক্য তৈরি করঃ প্রথম, তৃতীয়, চতুর্থ, ষষ্ঠ, সপ্তম। ৫
প্রশ্নপত্র তৈরি করতে ভুল হতে পারে,দয়া করে আমাকে জানিয়ে সাহায্য করবেনঃ-0173626569
আপনার সন্তানকে দিনে এক ঘণ্টা হলেও নিজে পড়ান
বিষয়: বিবিধ
১৪২৫৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন