এতো বিষয় থাকতে ধর্ম কেন?

লিখেছেন লিখেছেন মোস্তাফা দেওয়ান ১৭ জানুয়ারি, ২০১৩, ০৮:৪০:৩১ সকাল

আমরা মুসলমান,ইসলাম আমাদের শান্তির ধর্ম। ইসলাম ধর্ম এবং এর ইতিহাস সমন্ধে একটু জানলে

বুঝতে পারবেন এ যাবৎ যত জাতি ইসলামের বিরোধিতা করেছে তারাই ধ্বংস হয়ে গেছে।

আমি ছোট মানুষ ইসলাম সমন্ধে তেমন জ্ঞান নেই্। তবে এটুকু জানি যদি কখনও কোন সমস্যার

মুখোমুখি হই তাহলে ঐ মহামানবের জীবনী অনুস্বরণ করলে ইনশাল্লাহ সকল সমস্যার সমাধান হবে।

কিন্তু এসমন্ধে যথেষ্ট জ্ঞান থাকা স্বত্তেও কিছু কিছু আল্লাহভীরু মানুষ ইসলামকে অধিক ভালবাসতে

গিয়ে ইসলামের অধিক ক্ষতি করে ফেলে। আর একটি বিষয় আমি বুঝতে পারিনা পৃথিবীতে

এতো জটিল সমস্যা থাকতে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে কেন? মনে হয় নিজেকে অধিক পরিচিত

করার জন্য। কেন? তার জন্য কি অন্য পথ নেই? আমাদের দেশে অভাব, দুর্নতিতে, কষ্টে ভরভর।

মানুষের মাঝে নিজেকে অধিক পরিচিত করার জন্য সাধারণ মানুষের ভালবাসাই যথেষ্ট।

তাদের ভালবাসা পেতে, নিজেকে মহৎ করতে সাধারণ মানুষের স্বার্থ নিয়ে কথা বলুন।

বাংলাদেশের রাজনীতি, দুর্নীতি নিয়ে কথা বলুন। তাহলে দেখবে মানুষও আপনার প্রশংসা

করবে এবং আপনার

সৃষ্টিকর্তাও ভালোবাসবে।এখানে একটি বিষয় জেনে রাখা ভালো মানুষ বলতে কোন ধর্মের নিদিষ্ট গোষ্টিকে

বুঝায় না। যেখানে সকল ধর্মের মানুষের ভালোবাসা পাওয়া সম্ভব সেখানে কেন কোন ধর্ম সমন্ধে কথা বলে সৃস্টিকর্তা এবং স্রষ্টার সৃষ্টির অভিশাপ গ্রহণ করব ?

বিষয়: বিবিধ

১০০৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File