একজন সৎ অফিসারের সাহসের কারনে ২ ছাত্র নেতা রক্ষা পেলেন, আল্লাহ এই অফিসার কে উত্তম বদলা দান করুন,

লিখেছেন লিখেছেন মুক্তবাতাস ২৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৫৪:৪৪ সন্ধ্যা

গোপন সুত্রে জানা গেছে, সরকারের অতই উৎসাহী বেনজির টাইপের কিছু পুলিশের কারনে, আর ভারতের দেদারুনে ট্রেনিং প্রাপ্ত রক্ষী বাহিনী নামে খ্যাত সরকারের পালিত সন্ত্রাসিদের কে পুলিশের ভুমিকায় দেয়া হয়েছে, দেশের সর্বত্র, মাসজিদ, রাস্তা ঘাট সব কিছুতে এত গুলি দেখে পুলিশরা চিন্তিত, এমন কিছু পুলিশের আইনে নেই যে ওপেন গুলি করা, তাহলে এরা এত সাহস পেলে কিভাবে, যারা কারো কমান্ড মানে না, যেভাবে যাকে ইচ্ছা গুলি করছে, এসব দেখে খুদ পুলিস দিপার্টমেন্ট আজ দ্বিধা বিভক্ত, যার ফল হিসেবে যারা এসবের বিরুধিতা করছেন তাদের কে মিথ্যা অপবাদ দিয়ে দূর দুরান্তে ট্রান্সফার করে দেয়া হচ্ছে, আর যারা সৎ দেশপ্রেমিক পুলিশ তাদের পিছনে গোয়েন্দার মত অন্যদের লাগিয়ে দিচ্ছে, আর সেই সুযোগে কিছু সার্থান্বেশী মিথ্যা রিপোর্ট দিয়ে সত্য বাদিদের কে বিপদে ফেলতেছে,

ঠিক তেমনি একজন পুলিস অফিসার দুই জন ছাত্র কে রক্ষা করার কারনে আজ উনাকে সরকার বিরুধি হিসেবে তকমা পরিয়ে ট্রান্সফার করা হয়েছে, এই পুলিশের অপরাধ ছিল চার্জশিট দেয়া ১০০ উপরের সাধারন ছাত্রদের মধ্য থেকে ২ জনকে এনকাউন্টার দিতে বলা হয়েছিল, কিন্তু উনি তাদের কে তা না করে রিমান্ডের আবেদন করেছিলেন শুধু, আর এই ২ জন ছিলেন ছাত্র আন্দোলনের ২ জন নেতা, উনাদের কে গোপনে ধরা হয়েছিল, তাই গোপনে মেরে ফেলার তার্গেট করা হয়েছিল, এবং আদেশ দেয়া হয়েছিল, কিন্তু এই অফিসার এটা সঠিক মনে না করে তাদের কে জনসম্মুখে নিয়ে এসে মেরে ফেলার হাত থেকে রক্ষা করেন, এখন উনারা জেলে আছেন, আল্লাহ উয়ানাদের হেফাজত করেছেন এই সৎ পুলিস অফিসারের ত্যাগের কারনে, আল্লাহ উনাকে হেফাজত করুন,

কিন্তু এই অজুহাত কে পুজি করে তার পিছনে থাকা গোয়েন্দার মিথ্যা রপোর্টের কারনে আজ উনাকে শাস্তি হিসেবে ত্রান্সফার করে দেয়া হয়েছে, আর পুলিস ডিপার্টমেন্টে উনার নামে বদনাম ছরান হচ্ছে উনি সরকার বিরুধি, আসলে উনি দেশ প্রেমিক একজন পুলিস অফিসার, এভাবে আজ যারা দেশপ্রেমিক , সত্য বাদী পুলিস তাদের কে নাজেহাল করা হচ্ছে,কখন ও তাদের পরিবার কে দিয়ে হুমকি দেয়া হচ্ছে, কখন ছেলে মেয়েকে নিয়ে বিপদ হবে বলে ও হুমকি দেয়া হচ্ছে, এবার বলা হয় যদি সহযগিতা না করা হয় তালে অনেক বড় সমস্যায় পড়বে, এই বেনজির মার্কা পুলিস আর রক্ষী বাহিনীর কারনে সৎ পুলিস অফিসাররা দেশের পক্ষে কাজ করতে পারতেছেননা,

তাই সবার কাছে অনোরুধ, এখন থেকে প্রতিজ্ঞা করুন, জীবনের লক্ষ্য হিসেবে পুলিস, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনিতে ভর্তি হয়ে দেশ জাতি ও ন্যায়ের পক্ষে কাজ করবেন, আজ জাতি সৎ অফিসারদের প্রকট অভাবে পরেছে, কারণ বি ডি আর বিদ্রোহের মাধ্যমে আমাদের সেনা অফিসারদের শহীদ করে আজ দেশের প্রশাসনিক প্রতিস্থানের সত্য ও ন্যায়ের পক্ষের নের্তৃত্ব দান কারি অফিসারদের সরিয়ে তোষামোদ কারিরা এখন তা দখল করেচে, তাই সবার ই এখন টার্গেত করা উচিত , দেশ জাতি, ইসলাম কে রক্ষা করতে হলে এই বাহিনিতে যোগ দিয়ে , এই মিথ্যা অসত্যের বিরুদ্ধে সমচিত জবাব দেয়া হবে,

আর সবাই আমাদের এই সত্য অফিসারদের জন্য দোয়া করবেন, যিনি নিজের জীবনের জুকি নিয়ে আমাদের ২জন ভাইকে রক্ষা করেছনে, আল্লাহ উনাকে তার কাজের উত্তম প্রতিদান করুন, আমীন,

বিষয়: বিবিধ

১৩৫০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File