জবাব দাও, আর আমাদের ক্ষমা করোনা , হে বীর সেনারা, :(

লিখেছেন লিখেছেন মুক্তবাতাস ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৩৭:০৮ সকাল

''আমার ভাইয়ের রক্তে রাঙ্গানো একুশে ফেরুয়ারী,

আমি কি ভুলিতে পারি (!!) ? ''

আমাদের ক্ষমা করো নাহে বীর সেনারা,

আমাদের কখন ও ক্ষমা করোনা , :(

আমরা তোমাদের উত্তর সূরি হওয়ার উপযুক্ত নয়,

কোন অধিকার নেই তোমাদের নিয়ে কথা বলা বা লিখার,

মুখের ভাষা কেরে নিতে ছেয়েছিল ওরা,

''মা'' ডাকতেঁ দেবে না আর আমাদের ,

তা কি করে হয়, বলো 'মা'

তোমার সন্তানরা তা মেনে নেবে না, নেয় নি,

যে প্রতিবাদে ফেটে পরেছিল ২১ তারিখ,

সেই মুখের ভাষা রক্ষার জন্য দিলে বুকের রক্ত,

কিন্তু কেন আজ ৫০বছর পর বন্ধ হচ্ছে,

আমাদের কথা বলার অধিকার?

কেন আজও নবরূপে কণ্ঠরোধ কারি

কেন আজ ও আমাদের বধ করতে ততপর এই অপশক্তি,

তবে কেন দিয়েছিলে বুকের রক্ত ,

হে সালাম বরকত রফিক আর জব্বার?

জবাব দাও হে বীর মায়ের বীর সন্তান

জবাব তোমাদের দিতে ই হবে,

কেন আজ ও আমার কন্ঠে বজ্রঘাত,

কেন আমাকে করা হচ্ছে বন্ধি?

আমরা তোমাদের কাছে কৃতজ্ঞ হবনা,

হব না তোমাদের কাছে ঋণী,

কারণ আমরা অকৃতজ্ঞ বেঈমান,

আমরা আজ তোমাদের সাথিদের রেখেছি করে বন্ধি,

আমরা আজ দ্বিধা বিভক্ত এক জনপদের বাসিন্দা,

যাদের ইতিহাস ধর্ষিত হচ্ছে হায়েনাদের প্রতিদিন,

যারা আজ''আমার মা'' না বলে,বলি ''মামি'' বা''মেরে মা''

আমাদের ক্ষমা করোনা হে বীর,

আমাদের কে ক্ষমা করোনা,

স্বরন করছি ভাষা শহীদ দের আর দোয়া করি আল্লাহ উনাদের কে উত্তম বদলা দিন

( দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে ভাষা সৈনিকদের কন্ঠ রোধ কারি দুসর দের পেতাত্তা আজ আবার আমাদের কন্ঠ বন্ধি করতে ছাচ্চে, তারা হুংকার দিচ্ছে যেন কোন কথা কেউ না বলে, বাস্তবে বা ডিগিটাল জগতে, এই জন্য কি শহীদ হয়েছিলে হে বিরেরা, আজ কেন এই মাসে হুংকার শুনতে হয় চুপ হয়ে থাকার, জবাব দাও ? Happy

বিষয়: বিবিধ

১৩৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File