'' ঠাকুর ঘর কে, আমি না "
লিখেছেন লিখেছেন মুক্তবাতাস ১৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৪:৩৬:২৪ বিকাল
বিশ্বজিৎ সহ হাজার ও মানুষ কে ছাত্রলীগ খুন করে তখন প্রধানমন্ত্রীর একটু সময় মিলে না যাওয়ার, কয়েক মিনিট সময় নাই একটি বিবৃতি দিয়ে আর প্রতিবাদ , এবং ঐ পরিবার গুলোর প্রতি সমবেদনা জানানোর , বিশ্বব্যাংকের প্রতিনিধি, বিদেশি কুটনোইতিকরা অনেক চেষ্টা করে একটু সাক্ষাত পান না, যিনি দেশের এত মানুষ মারা যাবার পর কোন ব্যবস্থা গ্রহন করেন না,
যে মহিলা দেশের উন্নয়নের অংশিদারদের সাথে দেখা করার গুরুত্য বুঝেন ।
সেই প্রধান মন্ত্রি থাবা বাবার পরিবার কে গিয়ে সান্তনা দেয়ার কারণ কি ? আর হঠাত উনি এত সময় ও পেলেন কিভাবে? আসলে সব কিছু এক সুত্রে গাঁথা, আগে থেকে ই প্লান করা, নিজের সার্থের জন্য এই মহিলা সবাইকে খুন করাতে ও রাজী , যেমন সেনাবাহিনীর বি ডী আর দের হত্যা করান, মূল কথা হল শাহবাগ আনদলনের নামে যে নাটক উনি করাচ্ছেন দাদাদের পরামর্শে, সেই নাটকের প্রয়োজনে থাবা বাবা কে বলি করতে হল, উনি আগে ই জানতেন এমন কিছু হবে , তাই উনাকে বলা হয়েছি রেডি থাকতে , যাতে এই সুযোগে গিয়ে সব সময়ের ''নন্দ ঘোষ'' জামায়াত শিবিরের উপর এই দোষ উনি চাপিয়ে দেবেন, আর উনি তা ই করলেন, আসল খুনি দের বাছাতে বা তাদের প্লান অনুযায়ী সব জামায়াত শিবিরের উপর আসল, বাস্তবিক জামায়াত শিবির তাদের বিশ্বাস অনুযায়ী এমন কাজ ও করেনা, থাবা বাবা মারা যাওয়ার পর ই জামায়াত শিবির তথা সারা দেশের মানুষ জানছে , ও নাস্তিক ছিল, তার আগে কেউ ই বলতে পারেনি, আমি অনেকের সাথে কথা বলে জানলাম , কেউ বলতে ই পারে এমন নামেকেউ , যে ইসলাম , আল্লাহ , নবী ( সঃ) কে এত ব্যাংগ করে লিখেছে, ওপর দিকে সরকারের অত্যাচারে জামায়াত শিবিরের হাজার হাজার কর্মি জেলে, আর বাহিরে যারা তারা কিভাবে আছে এক আল্লাহ জানেন, সবাই কোথায় ও স্থির নাই, আর জামাইয়াতের ইতিহাসে এই ভাবে কাউকে হত্যা করার রেকর্ড নাই, আর এই সুযোগে ওদের উপর দোষ দিলেন প্রধ্না মন্ত্রি ও তার সাংগ পাংগরা,
তবে সত্য প্রকাশ হয়ে থাকে, ''চোরের মনে মনে জানা '' এই প্রবাধ বাক্যের মত আমাদের সরকার এই থাবা বাবাদের নিয়ে অনেক খেলা করবে, সামনে এই ভাবে আর অনেকের বলি হতে হবে এই আন্দোলনের জন্য, আর সবাই হবেন আওয়ামীলীগ ও ভারতীয় গোয়েন্দাদের স্বিকার, আর বরাবরের মতো সব দোষ বিরুধি দলের উপর, অনেক দিন আগে ইয়াহুদের একটি বই পরেছিলেন, তাতেঁ লিখা ছিল, ''ইয়াহুদিরা যখন কাউকে ট্রাপে ফেলতে চায়, তখন তারা নিজেদের নাক কেটে ঐ দল বা ব্যাক্তির উপর দোষ চাপায়, আর তাদের হাতে থাকে সকল মিডিয়া, যারা এক সাথে মিথ্যা খবরের সব কিছু ছরিয়ে দেয়, তার ফলে ওরা তাদের সার্থ উদ্ধার করে নেয়,'',
আজ বাংলাদেশ ও সেই খেলা দেখতেছি, সরকারের গাঁড়ে ''র'' আর ''মোসাদ'' ভর করেছে, আর সাথে মিডিয়া ওদের সেই প্লান অনুযায়ী কাজ বাস্তবায়ন করে যাচ্ছে,
তবে ভয় পাবার কিছুনা, শয়তানের চেয়ে বড় পরকিল্পনা কারি হলেন আল্লাহ, তাই তাদের এই হিন কাজের ফলে তারা নিজেরা ধ্বংস হবে, সবাই ধৈয্যধারন করে এগিয়ে যান,
বিষয়: বিবিধ
১১৮২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন