বিজয় স্বরনীর রাস্তার পাশের ছোট্য পথ উদ্দ্যেন রাতের কাম ললনাদের অভয় আশ্রম ।কাছেই রাষ্টের আইন কারখানা হতাশার হেচকি তুলছে।
লিখেছেন লিখেছেন মিরু ২৮ মে, ২০১৫, ১২:২০:০৬ দুপুর
স্থানটা সবারই পরিচিত নভোথিয়েটার ও সেনাবাহিনী জাদুঘড়ের উল্টো দিকে বিজয় স্বরনী ছোট্য পথ উদ্দ্যেন রাত নামলে এখানটাই হয়ে উঠে রাত ললনাদের অভয় আশ্রম । উদ্দ্যেনের উপর ছাতার মত বিলবোর্ডের সারি নিচি অযত্ন অবহেলায় পাতাবাহার গাছগুলো যেন রুপ নিয়েছে শালপাতার ঝুপুরি , এই ঝোপগোলোর নিচে রাত ললনারা খদ্দেরের আয়েশ মিটায়।আমার বাসায় পোছাতে এ পথটা সহজ হয় বিধায় আমি গত কিছুদিন এ পথে চলছি ।প্রথম দিন এ পথে যাওয়ার সময় দেখি কে যেনো জঙ্গলে উবু হয়ে পরে আছে ভেবেছিলাম কেউ মরে পরে আছে সামনে গিয়ে নিজেই লজ্জিত হলাম ভারি প্রসাধনে ঢাকা মেয়েটি খেকিয়ে বললো কি হইছে ভিষন অপ্রস্তুত হলাম মেয়েটির উপর চরে বসা ছেলেটি শুকরের মত পিট পিট করে তাকাচ্ছে ।লজ্জায় ফিরে এলাম, একটু এগুতেই দেখি রাত ললনারা দারিয়ে আরো কয়েকজন ।ফুটপাতেই বিক্রি হচ্ছে দেশি মদ যদিও কেউ জানতে চাইলে বলছে তালের রস । একজন গাজা বিক্রি করছে দেখলে যে কেউ ভাববে পান সিগেরেট বিক্রেতা। কাছেই পুলিস বক্স অভিযোগ জানালাম ,পরদিন আবার একই দৃশ্য আবার অভিযোগ না চিত্রটা বদলালনা ।আমার এক বন্ধু জানালো এই শহরের ভাষমান পতিতা পকেটমার গাড়িচোর নেশাখোরদের ইজারাদার পুলিশ,তুমি যদি এদের ধরে নিয়ে থানায় দিয়ি আস কাল দেখবে ও রা এখানেই দাড়িয়ে আছে। আমার মত দুর্বল আর ভিতু মানুষ এর চেয়ে আর কিইবা করতে পারি।আমি এখনও ও পথেই আসি।মাথাটা এত নিচু করে হাটি নিজেকে বোবা অন্ধ কালা মনে হয়। যে কিছু শুনতে বলতে ও দেখতে পারেনা।
বিষয়: বিবিধ
১৪৫৫ বার পঠিত, ১৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আর আপনি যেটার কথা বলছেন সেটা পৃথিবীর আদিমতম পেশা । এই পেশার সাথে অনেকের রুটি রুজি জড়িত । কয়েকদিন আগে এটাকে স্বীকৃত পেশা হিসেবে ঘোষনার জন্য একটা সেমিনারে বলা হয়েছিল।
বলাই ভাল।
মন্তব্য করতে লগইন করুন