আমি আমায় যতটা ধ্বংস করি,
লিখেছেন লিখেছেন মিরু ২৫ মে, ২০১৫, ১০:২০:৩১ সকাল
আমি আমায় যতটা ধ্বংস করি, আমি যদি অন্য হতাম-আমার বিচারে কেঁদে উঠতো আদালত । আমি আমায় যতটা লান্চিত করি , আমি যদি অন্য হতাম-আমার সাথে আমার ,না দেখার শপথ নিতাম । আমি আমার সাথে যতটা মিথ্যা বলি,আমি যদি অন্য হতাম-আমার মুখে আমি ঘৃণার উল্টি (বমি) হতাম । আমি আমায় যতটা উপহাস করি, আমি যদি অন্য হতাম, সহস্র লোকের ভিড়ে তামাশার হাট বসাতাম । আমি আমায় যতটা ভালবাসি ,আমি যদি অন্য হতাম-আমায় বাঁচাতে এই ধোকার ধরনির সাথে জং সাজাতাম । লোভ আর কামের ক্ষনিকের সুখ খুজতে আমি আমারই সত্রু আজ।
বিষয়: সাহিত্য
১১৭২ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন