হে আল্লাহ আমার আনুগত্য শুধু তোমার জন্য আমি যেনো কাদের মোল্লার খুনি না হই
লিখেছেন লিখেছেন মিরু ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:২৪:৪৯ রাত
আমদের রব আল্লাহ।
আমদের নবী মোহাম্মদ (সাঃ)।
আমদের পরিচয় মুসলীম।
আমাদের বিধান কোরআন
আমাদের আশা জান্নাত ।
আমাদের ভয় জাহান্নাম।
হে মুসলীম এই কি আমাদের পরিচয় নয়,
আমার বিশ্বাস , আমার নেতা, আমার পরিচয়, আমার সংবিধান, আমার লক্ষ,
কি নেই আমার ?
এখন শাহবাগের জোয়ার, তু মি ্কি ওখানে ইমান কে বিলিয়ে দিলে ?ওখানে কি আল্লাহ তাছবিহ হয়।
ওখানের ভোর কি আযানের ধ্বনিতে প্রক্মিত হয়?
ওখানের সকাল হয় শিরক' মিশ্রিত সংগিতে
ওখানের তাকবির হয় ,সে তাকবিরে শিরকের
পদধ্বনি, কি তোমার দাবি ? তুমি কি সাক্ষি সে দাবির?
তুমি কি জান তোমার জাহান্নামের জন্য ইহাই যথেষ্ট।
হাসরের ময়দানে আল্লাহ যদি প্রশ্ন করেন, কাদের
মোল্লা যদি নিরাপরাধ হয় তার যদি ফাঁসি হয় আর এটা যদি আমার দাবি হয় তাহলে কি তাকে হত্যার জন্য আমি খুনি হবোনা? আমি একজন কট্টর মোধ্যমপন্থি আমি বিশ্বাস করি
সমস্ত পৃথিবীর মানুষ যদি একপক্ষ হয় আর একজন মানুষ যদি
ভিন্য মতের হয় তাহলে তার মতকে সম্মান করাই সমস্ত মানুষের কর্তব্য। আমারা প্রত্যাকে যানি এই বিচার পদে পদে প্রশ্নবিদ্ধ,
এবার একটু ভেবে নেই ,না হয় সেই কবিতার মত কান নিয়েছে চিলে ভেবে যেনো অযথাই আস্থির হই।
বিষয়: রাজনীতি
১৪২৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন