স্বাধীনতার সস্তা ফেরি করে,মহান স্বাধীনতার স্বাধীন শব্দটা পরাধীনতার নিপীরন নিস্পেষনে নির্জনে নিরবে চির নিদ্রায়
লিখেছেন লিখেছেন মিরু ০১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:২১:১৮ রাত
স্বাধীনতা আমি স্ব-অধিকার বেচে থাকার স্বাধীন সুবিধাগুলো
কেই বুঝি। স্বাধিন মত প্রকাশ, স্বধিন কর্মক্ষেত্র, শ্রেনী বিভেদ হীন সমো-অধিকারের এক শোষনবিহীন সমাজ। পাক হানাদার বাহিনী যখন এই অধিকার গুলো আত্যচার নির্জাতনে অসভ্য বর্বরতায় অরন্যার পশুর মত আমাদের অধীকার অবরুদ্ধ করেছিলো , আমরা হারিয়েছিলাম ভাষার অধিকার,স্বাধীন মত প্রকাশের আধিকার,অর্থনৈতিক সম বন্টন অধিকার, কর্মক্ষেত্রে
প্রাপ্য যুগ্যতা প্রকাশের অধিকার এবং প্রকৃ্ত মর্যাদা হতে আমরা বঞ্চিত এক ঊপেক্ষিত যাতিতে রুপান্তরিত হয়েছিলাম, আর তখন সব অধিকার হারিয়ে আমরা শুনতাম পাকিস্তানের স্বাধিনতার সস্তা শ্লোগান, আর এখন চলছে স্বাধিনতার সস্তা ফেরি করে ,মহান স্বাধিনতাকে উ্ম্যুক্ত রাজপথে চরম বস্রহরন।
এই কি স্বাধীনতা ,যে দেশে পুলিশের কাছে জনমানুষ নিরাপদ নয়। স্বররাষ্টমন্ত্রির কাছে রাষ্টের অধিকার নিরাপদ নয়।
শিক্ষকের কাছে তার ছাত্রির ইজ্জতের নিরাপত্তা নেই। পুরুষের কাছে নাড়ির অধিকারের নিরাপত্তা নেই, সাংবাদিকদের বেচে থাকার নিরাপত্তা নেই , চলছে স্বাধিনতার সস্তা ফেরি, এক দল ক্ষমতায় এলো তো অন্য দলের স্বাধীনতা নেই। ক্ষমতা যার পুলিশ
তার ,আইন তার ,টেন্ডার বাজি তার , বন্দর তার , চাঁদাবাজি তার, ধর্ষনের অধিকার তার , ঘড়ে বাহিরে
এক মুহুর্ত্রের নিরাপত্তা নেই,এর নাম স্বাধীনতা, যার দল
ক্ষমতার আছে তার চাকরির নিরাপত্তা আছে, প্রোমশন আছে মেডেল আছে, আর যার দল ক্ষমতায় নাই বেঁচে থাকার নিরাপত্তা নেই ,আমরাই যালেম আমরাই মজলুম। অদ্ভুত স্বাধীনতা,আমরা বাঁচতে চাই, বলতে চাই,আমার বোনের
সম্মান চাই, স্বাধীনতা চাই।
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন