ময়না পাখির আদালত

লিখেছেন লিখেছেন মিরু ২৪ জানুয়ারি, ২০১৩, ০৯:০৩:০৪ রাত

ময়না পাখির আদালত। লিখার শুরুটা একটি কবিতা দিয়েই

করছি।

আমি দেশোদ্রহি হবো

আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি দেশোদ্রোহি হবো।

যখন পুরো দেশটা বিদ্রোহের তকমা লাগিয়ে,

আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ডুকরে কাঁদে,

তখন আমি সিদ্ধান্ত নিয়েছ্‌

আমি দেশোদ্রোহি হবো।

বেঁচে থাকার সবগুলো পথ যখন রুদ্ধ হয়ে যায়,

সামান্য আবলমবনটুকু হায়েনারা খামচে খেতে চায়,

তখন আমিন সিদ্ধান্ত নিয়েছি ,আমি দেশোদ্রোহি হবো।

আর পুরো দেশটাই যখন আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে

ডুকরে কাঁদে, তখন আ্মি?????

শহরগুলোর মাঝে লাল দ্গদ্গে ঘায়ের মত ,

বস্তির বাস্তুহারা মানুষ, ওদের শিশুরা পরিত্যক্ত খাবার

ঝুটো্র বাক্স হতে খুটে খায়,

ওদের দরদে তখন,

মানবধীকারের কথিত শকুনেরা, ঝিল্লি কুত্তারা

শেরাটন হটেলে অধীকারের স্লোগানে

শেম্পেনের ফুয়ারা ছুটায়।

পুরো দেশটা যখন , দারিদ্রের অঘসিত

বৃহত কারাগার, আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে ডুকরে কাঁদে

বারবার। তখন আমি সিদ্ধান্ত নিয়েছি ,

আমি দেশোদ্রোহি হবো

আর এর পাশেই ইটপাথরের দালানিরা,

কালগ্লাসের আরালে রঙ্গীন নেশায় বুদ।

তখন মনে হয় পুরো দেশটা

যক্ষারুগির মত খেক খেক করে কাসছে,

তাবৎ দুনিয়া তখন তামাসার হসি হাসছে।

ময়েরা যখন আতংকে চুপসে থাকে,হায়েনাদের লাল চোখ,

হিংস্র থবার ভয়ে,

ধষন এসিড মুঠোফোনে অস্লিল ছবি যৌতুক,

খুনে শব্দগুলো কেমন সাধারন আর সাভাবিক মনে হ্য়।

পরুয়া ছেলেরা ,

রাজ্য নিতির রাজ্য শব্দের ছবক নেওয়ার আগেই

রক্তের ছবক চাপকায় সবুজ মানচিত্রে।

আইন পাহাড়ায় ব্যস্ত প্রহরি যখন,

আইনকে ছিরে খায়।

মুক্ত রাজপথে বলৎ্কার করে একটি আস্ত বাংলাদেশ।

তখন আমি সিদ্ধান্ত নিয়েছি আমি দেশোদ্রোহি হবো,

বিষয়: বিবিধ

১৩৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File