চলছে দিন চলছে

লিখেছেন লিখেছেন মিরু ২০ জানুয়ারি, ২০১৩, ০৮:৫১:১০ রাত

চলছে দিন চলছে,

লাগাম ছাড়া পাগলা ঘোড়া ,

তাড়িয়ে জিবন ক্লান্ত এখন।

ক্ষধার চা্বু্‌ক-পেটের চুলোয়,

কঠিন আঘাত হানছে,

ক্লান্ত মানুষ বাচার আশায়

সব হারিয়েও ঘুড়ে দাঁড়ায়।

সপ্ন বুনে- সপ্ন জমায়,

খুলা আকাশের নিচে।

সপ্নগুলো শ্রাবন মেঘে,

হরহামেশা ভেজে।

বিষয়: সাহিত্য

১০৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File