পৃথিবীর সবখানে প্রিয় ভাইয়েরা আমার
লিখেছেন লিখেছেন বখতিয়ার শামীম ০৯ জানুয়ারি, ২০১৭, ০৬:২২:৫২ সন্ধ্যা
পৃথিবীর সবখানে প্রিয় ভাইয়েরা আমার
বখতিয়ার শামিম |
বাতাসের নীরব বন্দনায়
যদি একে দাও ওই মানচিত্রের সঠিক ইতিহাস
তবে বলে যাও হে ভিনদেশী ভায়েরা আমার
আজ উত্তাল বিশ্ব জগৎ মেঘে টালমাটাল তোমার দেশের আকাশ।
উত্তাল সমুদ্রের মাঝে ফুঁসে ওঠার ভীষন
মাতাল তরঙ্গিত ঢেউ ভেসে উঠেছে সবখানে
চারিদিকে গোলাবারুদ, আর অস্ত্রের গর্জিত ধ্বনি
অথবা অভিশাপের বিরাট ধ্বংস যজ্ঞ।
গভীর বেদনা আর মুহু মুহু হুংকারে ভাঙ্গন সব শিরা উপশিরা
পাশাপাশি সত্য বর্জিত তোমার পরিচিত প্রিয় মানচিত্র
বেশ কড়া ভাবেই ফুটে উঠেছে পৃথিবীর পথে পথে
ধীরে ধীরে ভরে যাচ্ছে তরতাজা অজস্র রক্তের সরবরে।
আমি ভাবছি আকাশের ওই জাজ্বল্যমান রক্তে মাখা সূর্য চিরকাল সাক্ষি হবে
তোমাদের সেই সকল নগন্য ইতিহাসের বর্বর ঘূর্ণিঝড়ের।
ওরা একদিন দেশের সব অপরিশোধিত পথঘাট গুলো
নিমিষে মাড়িয়ে দিয়েছিল ভারি ভারি অস্ত্রের আঘাতে।
হে অন্য ভাষী ভাই আমার,
তোমরা জানতে না তরতর করে এগিয়ে যাচ্ছে
তোমাদের অবদমিত পথ। তার সাথে তোমাদের অজানা ইতিহাসের
নতুন অধ্যায় গুলো মজবুত করে সূচিত হচ্ছে এক নতুন ভুবন
তোমরা নাচবে গাইবে আর নতুন সভ্যতার জমিনে
ফলাবে মাতৃত্বের নতুন ফসল তারপর ছুটে চল
ওই অবেলার ডাকে মুক্ত বিহঙ্গের মতো
নতুন রাত আর নতুন দিনের আলোকে দারুন পরমতায়।
প্রিয় ভাইয়েরা আমার
দূর গামী সূর্যের সোনালী রঙ তোমাদের আপন আকাশে
একে দিক নতুন করে জেগে উঠার বেঁচে থাকার মানচিত্র
তার সাথে শুভ্র ভোরের শীতল উষ্ণতায় পথহারা মানুষেরা ফিরে আসুক।
তোমাদের জাগরণে আজ জেগেছে পৃথিবী
জেগেছে মানুষের মাঝে প্রশমিত যে উত্তপ্তহীন মানুষ
তোমাদের প্রতিটি বৃক্ষে আজ বসন্তের হাওয়া লেগেছে
তারপর আরেকটি পবিত্র মেঘ আসুক সবকিছু ধুয়ে যাক বৃষ্টিতে।
০১-মার্চ-২০১১/সময়ঃ রাত্রীঃ ১০:৪০মিঃ
বিষয়: সাহিত্য
৯৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন