মজুরের পায়ের ধ্বনি

লিখেছেন লিখেছেন বখতিয়ার শামীম ০১ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:১০:১৫ রাত

মজুরের পায়ের ধ্বনি

-------------------------------------

কুয়াশার চাদরে মোড়া জনজীবন

পথ সেতো শুনশান খেটে খাওয়া মানুষের ভীরে

ক্লান্ত শরীর নিয়ে ওঠে সেই ভোরে-

দিনান্তের খোরাকের লাগি।

জীবনের বিশ্রাম যত স্বচ্ছ শিশিরে ভেজা

ছুটে চলা মজুরের রোজ

কোনই স্বপ্ন নাই একচিলতে চোখ তাদের

ডানা মেলা শ্রমের পটভূমি।

জীবনের হিসাবগুলো মাটির শরীরে ঘেরা

শুকনো লতায় মোরা জোর

দু-হাতে বিলি করা নিজের দেয়া নেয়া

সংসার ভূবনেতে এসে লাগে ঘোর।

যেটুকু সময় ছিল অবহেলা অনাদরে

অতীত গিয়েছে সবে ভেসে

নিল পদ্ম দূর সমুদ্রে দূর থেকে

ভেসে আসে কঠিন স্বপ্নের মতো।

আসলে পড়েই থাকে ছোঁয়া হীন ছায়া ফেলে

ধরা ছোঁয়ার বাহির অবশেষে

তবুও কষ্ট হীন ওরাই চলে হেটে

পথ ধরে দূর বহু দূর ।

কখনো যদি ফেরে শ্রমের প্রাপ্তিগুলো

রক্তের নতুন রন্ধ্রে মোড়া

হয়তো পায় কেউ এদিনের দ্রোহগুলোর

আঁধারে জ্বলে তবু আলোর ফোয়ারা।

বিষয়: সাহিত্য

১২৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File