নি জে কে খুঁ জে পে য়ে ছি

লিখেছেন লিখেছেন বখতিয়ার শামীম ২০ জানুয়ারি, ২০১৩, ০৯:৫৬:৪১ সকাল

নি জে কে খুঁ জে পে য়ে ছি

পৃথিবীর কোনো এশিয়া মাইনরে নিজেকে আবিষ্কার করি

চারপাশে পরিবেষ্টিত প্রসন্ন পাহাড়ি সাদাকালো মেঘ-মালা

যেখানে থেকে সমতলের দিকে বয়ে যাওয়া বিচ্ছিন্ন পথ

তার মধ্যে ধীরে ধীরে হারিয়ে ফেলেছি আমাদের নীরব

সুপ্ত আদিসত্ত-গুলো, যা কালের গুঞ্জনে পরি-স্ফুটিত হয়নি

আমাদের সত্ত দিনে, কিছুকে লক্ষ্য করে ধাবিত হয়

অস্ত যাওয়া সূর্যের প্রাবল্য ঘন দূর্বার গতিপথে

যেখানে কুয়াশা সাদামেঘের স্তর ভেদকরে উত্তির্ন হয়

আমি আর আমরা সবাই চলতে থাকি

প্রলুব্ধ বর্তিকার হিরন্ন জলসার মধ্য দিয়ে অচেনা অজানা গন্তব্যে...

একদিন নীরবে কালের অন্ধকার ছায়া নামে

এই তামাটে মাটির উপর দিয়ে বয়ে যাওয়া অঞ্চল

যা ছাড়িয়ে যায় সমতল আর পাহাড়ি উপত্যকা;

অজানা ঠিকানা পেরিয়ে সম্ভাব্য কোনো জটিল পথধরে।

যেখানে আমাদের চিনতে পাবার মতো কোনো কিছু নেই

কেউ নেই জানবার আমাদের অতীত এবং বর্তমানের কথা

সমকক্ষে আছে শুধু চোখের আলো বিয়োগহীন যাত্রায়

এক অবিচ্ছিন্ন তুচ্ছ শিল্প সত্তার অপরিপক্ব বক্রিম রেখা

যা নিয়ে চলে অগণিত সেইসব অজানা কালের শব্দ নিয়ে

আমরা কখনও কখনও উদ্ভাসিত হই সামনের দিকে

এই আলোক শোভিত জগতের মাঝে পরিশুদ্ধ বর্ণ রেখায়

ভর করে বুঝে না বুঝে কখনও পথচলি

যার মধ্যে মহাকালের সেসব অজানা ছায়া নামে

তারপর এভাবেই একদিন জীবন প্রবাহের পথ আবিষ্কার হবে

এভাবেই ফিরে এসে দেখব সব শেষ হয়েছে

একদল বুদ্ধিমান প্রানীর আঘাতে

যাদের আমরা সবসময় সভ্য বলে শিকার করি

ভাগ্যের প্রসিদ্ধ ঠিকানা পেয়ে।

যারা আমাদের কোমল ভাগ্যকে ঠেলে দিচ্ছে অন্ধকারে।

১৬.১২.১২



বিষয়: সাহিত্য

১৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File