এই চোখে এখন শুধুই স্বপ্ন
লিখেছেন লিখেছেন বখতিয়ার শামীম ১৮ জানুয়ারি, ২০১৩, ১১:৫৭:৫১ সকাল
এই চোখে এখন শুধুই স্বপ্ন
বখতিয়ার শামিম | নভেম্বর ২৬, ২০১১ | ১০:৩৪ বিভাগ: কবিতা
বিশাল সমুদ্র ছুঁতে ছুঁতে
এখন তীরবর্তী নদীর বুকে ফেলেছি নোঙ্গর।
সমুদ্রের ধূসর পাখিরা-
ধূসর পালংক ঝাপটাতে ঝাপটাতে
জীবনের আনন্দে উদ্বেলিত।
জলের বুক চিড়ে
ছুটে চলছে পালতোলা জাহাজের সারি।
সারি বদ্ধ ভাবে উড়ছে শঙ্খচিল,
পাহাড়ি উপত্যকা ছাড়িয়ে ওরা
গ্রহন করছে উড়ন্ত জীবনের স্বাদ-
আমরা শুধু অপলক দৃষ্টিতে দেখছি তাকিয়ে থাকছি
নিজে নিজে তখন অনেক কিছুই আবিস্কার করে ফেলি
মনের অজানায় মন বলে সব-চোখ যেন
বাষ্প-হয়ে ছুটে যাচ্ছে বহুদূর
কোনো এক পরিশুদ্ধ গন্তব্যের পথে।
যেখানে শুধুই বয়ে যায় স্বপ্নের পিড়ীত
শিহরণের প্রবাহমান জীবনধারা।
বিষয়: সাহিত্য
১৩১০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন