যে মূল্যেই হোক আমাদের আসতে হবে

লিখেছেন লিখেছেন বখতিয়ার শামীম ১৭ জানুয়ারি, ২০১৩, ০৫:৪৬:৪০ বিকাল



যে মূল্যেই হোক আমাদের আসতে হবে

নতজানু শরীরে পাহাড়ি হাওয়ার ঢল নামে

শীতের বেলা-শেষে ওই দুরন্ত-সমীরণে-

চারপাশে, বিস্তৃত এলাকা জুড়ে অনেক ছায়া

যেন জীবনের বিশেষ অংশগুলো বাকরুদ্ধ হয়ে

বরণ করেছে কোনো এক মানচিত্রের বন্দিত্ব।

কোনো কিছুই যেন প্রস্তুত নয়-

আমার আপনার ওই-সকল-পড়ন্ত সময়।

নীতিগত বিদ্যার কোনো দিক পাওয়া ভার

চোখ খুঁজে না পায় তার সেই গন্তব্য-

ধোঁয়াটে অন্ধকার দিনের আকাশে-

রাত্রির ছায়ারা উকি দেয় নিষ্ঠুর মমতা-ভরে!

আজ এই দিবসে স্তব্ধতার আলোকে লেপে যাচ্ছে

বুকের গভীরে কিছু সংখ্যক প্রকোষ্ঠের

বিরামহীন গদ বাধা-আঁধার যেখানে সব পরিত্যাক্ত।

শিল্পীর হাতগুলোও কেমন যানি বদলে গেছে

সচরাচর নিয়ম না মেনে সেই-সব সুর ও

অবিনশ্বরের দীক্ষায় দিক্ষিত হয়ে পাল্টে গেছে

তাদের সকল মস্তিস্কের পরিক্রমা।

না বুঝে ছোট বড় প্রতিটি জীবনের মুল্য-

প্রতিটি জীবনের ভাষা-আমরা পড়েছি বিপন্নতায়।

এখন আমরা তাই করছি যা বন্দিরা করে

ওই-সব লৌহ শক্তির কপাটের ওপারে।

আমরা আপন হাতে বিলিয়ে দিতেছি

আমাদের সব রকম পরিণাম-দর্শন

আমাদের সরল মনে স্থাপন করা বিশ্বাস গুলো

ওরা সু-দীর্ঘকাল ধরে হত্যা করেছে

আমাদের বিশ্বাসগুলো ওরা চুরমার করে দিয়ে

শতকের পরে শতক যুগের পরে যুগ ধরে।

কোনো চক্রই আমাদের উদ্ধার করতে পারেনি

সেই বন্দিত্ব-প্রকোষ্ঠের অন্ধকারের ওপার থেকে

আমরা শুধু চোখে জল ভরে সামনে দেখেছি

আমাদের জীবনের প্রতিপাদ্যে ঘটে যাওয়া নিপীড়ন।

আজ আমাদের হারানোর মতো কোনো-কিছু

অবশিষ্ট নেই এই বুকের জমিনে বারবার

ভীর করেছে শুধু জমাটবদ্ধ-অন্ধকার-

যেখানে ছিলনা কোনো নিপীড়নের প্রতিবাদ।

তবু আমাদের বুকে আমরা ফলাই এখন

সেইসব হারিয়ে যাওয়া মুল্যবান আশার আবাদ,

মৃত্যুর কনিকা-ভরে নিয়তির অমিমাংসিত পথে

কেননা এমতো অবস্থায় দেখতে পাচ্ছি-

লাল আর সবুজের ধ্বজে ফুটে ওঠা বাংলাদেশ

কিছু সংখ্যক প্রাণবন্ত-জীবনের উজ্জ্বল ভবিষ্যত।

আপনারা যারা ওই পথে তাকিয়ে আছেন

সুন্দর একটি ফলাফল পাবার প্রতিক্ষায়

আসুন না আলাপ করি পান করতে করতে

বাংলাদেশের এককাপ মির্জাপুর চা_ তখন

আপনিও বুঝতে পারবেন

আমাদের অপেক্ষার সারমর্ম ওই একই।

আমরাও ভাববো আমাদের দিন অপেক্ষায় আছে।

আমরা মুগ্ধ হয়ে তাকিয়ে আছি সেই দিনটির

সেই উদীয়মান সূর্যের একঝলক হাসি ফুটবে

সমীরণ জাগাবে যা এদেশের সর্বস্তরের মানুষের মধ্যে।





বিষয়: সাহিত্য

১১৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File