শিরোনামহীন তিনটি কবিতা
লিখেছেন লিখেছেন বখতিয়ার শামীম ১৭ জানুয়ারি, ২০১৩, ০৯:৩২:৪১ সকাল
শিরোনামহীন তিনটি কবিতা-
১.
ভালোবাসা মানুষকে জ্ঞানশুন্য করে
কখনো করে তোলে মহা জ্ঞানী
২.
কিছু অতৃপ্তি মানুষকে ভাবতে ভাবতে ক্লান্ত করে তোলে,
কিছু ক্লান্তি কর্ম করতে সাহায্য করে।
তাই কিছু ইচ্ছা থেকে যায় কল্পনার আরাধনায়
কিছু ইচ্ছা মানুষকে ফেরায় বাস্তবতায়।
৩.
কষ্ট,সুখ,দুঃখ পৃথিবী সৃষ্টিলগ্ন থেকে চলে আসছে।
একে খন্ডন করার কেউ নাই।
তাই যার কাছে যা আছে তা নিয়েই সুখি হতে হবে।
তবেই খন্ডন হবে এর জৌলুশ আর কিংবদন্তি শক্তি।
তাই বলি আমার কাছে যা আছে তাই নিয়ে আমি সুখি,
আমি ভালো আছি আমরা।
একটি কবিতা বদলে দিতে পারে একজন মানুষের চলমান জীবন গতি, কবিতা কখনো নিষিদ্ধ কল্পনা নয়। কবিতা হয়ে থাকে মুক্ত চিন্তার এক মুল্যবান বার্তা যা স্মৃষ্টির সূচনা লগ্ন হতেই অমর হয়ে যায় এই নশ্বর পৃথিবীর মাঝে। কবিতার ভাষাগুলো কখনো লুকোচুরী খেলেনা ওরা সবসময় সামনা সামনি যুদ্ধ করে, পারিপাশ্বিক সমাজ ব্যবস্থা কিংবা আদর্শ অনাদর্শের জীবনধারার উপর ভিত্তি করে সে লড়তে থাকে সময়ের পরে সময়। অস্থ্যির পৃথিবীর জন্যে কবিতা হতে পারে মহা-যোদ্ধা। যে কখনো মুখোশের অন্তরাল থেকে প্রতিবাদী নয়। কবিতার কখনো মৃত হয়না যদি সেই কবিতায় থাকে মানববাদের জীবন চিত্র, সেই কবিতায় যদি থাকে জানা অজানায় মিশ্রিত সেইসব যুক্তিবাদী তর্কও বিতর্কের কথা।তবে সেই কবিতার প্রাণ আছে, মানুষ যা ভাবে কবিতা তাই করে দেখায়। মানুষের চিন্তা বিকাশের জন্যে কবিতা পাল্টে দেয় বৃহত্তর পৃথিবীর সীমারেখা। কবিতার মাধ্যমে জানতে পারবেন জানাতে পারবেন বেঁচে থাকতে হলে কিভাবে জীবন সংগ্রামে নত না হয়ে কিভাবে বদলাতে হয় জীবনের গতিধারা, কবিতা মানুষের অস্তিত্বের কথা বলে, কবিতা কথা বলে মানুষের জন্যে। কবিতা কথা বলে মানুষের একাকীত্বের নির্মম সময়কে ছুটি দিতে। মানুষের পাশে দাঁড়াতে তেমনি কিছু কবিতা নিয়ে এবারের বই মেলায় বিভাস প্রকাশনী থেকে প্রকাশিত বখতিয়ার শামীমের কবিতার বই “অনেক ধ্বংস অনেক অপেক্ষা” চার ফর্মার এই বইটিতে অনেক জীবন দর্শনের সাথে পরিচয় হতে পারবেন বইটি পাওয়া যাবে বইমেলা প্রাঙ্গন বিভাস স্টলে এবং রকমারি ডট কমে।
বিষয়: সাহিত্য
১৪৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন