এই সংগ্রামে কোন বেহায়াকে প্রয়োজন নেই X-(

লিখেছেন লিখেছেন আবুল ০৭ মার্চ, ২০১৩, ০১:২৪:৫৯ দুপুর

কাইল আমাগো এরশাদ কাগু দুই-চাইরখান বানী পয়দা করলেন। বয়সের ভারে ভাঁজ পড়া চেহারায় যথাসম্ভব ভাঁজবৃদ্ধি কইরা, দাঁত কিড়মিড়াইয়া, গলায় জোড় আইন্না বেশ নাটকীয়ভাবে কাগু শাহবাগীগোরে ভৎসনা কইরা দিলেন। বক্তব্যখান হইলো এই রকম - "তগো এত্ত সাহস, জাতিরের অর্ডার করশ; তরা কি মুজিব হইছশ?" লক্ষ্য করুন, ব্যাটায় ঘোষণা দিলো, মুজিবের অধিকার আছে/ছিলো জাতিরে অর্ডার করার। বা অন্যভাবে কইতে গেলে, বুবুরে নিশ্চিত করলো, বাকশালীদের সঙ্গ ছাড়ে নাই বা ছাড়ার ইচ্ছা নাই। এইরকম একটা বাকশালীর পোনার মুখে "জিহাদ ঘোষণা করলাম" টাইপের কথা শুইনা অনেকে ব্যাপক খুশি হইছেন বইলা মনে হইলো। ওনাদের বলি, এই বেহায়াটারে বিশ্বাস কইরেন না। ২০০৮ এ নির্বাচনের আগে কাগু বিএনপির সাথে জোট বাধার অভিনয় কইরা কিছুটা হইলেও সবাইরে কনফিউজড করছে। এইবারও সেইরকম অভিনয় শুরু করছে বইলাই মনে হয়। এই বেহায়ার কাজই হইলো, আম্লীগের হইয়া অন্যদের কনফিউজড করা। তাই বিশ্ব-বেহায়াকে সবাই না বলুন।

বিষয়: রাজনীতি

১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File