২৮ ফেব্রুয়ারীর গণহত্যার পর আম্লীগের জনসমর্থন এখন কত পার্সেন্ট?
লিখেছেন লিখেছেন আবুল ০১ মার্চ, ২০১৩, ০৭:০৪:১৪ সন্ধ্যা
প্রশ্নটা সম্ভবত অসময়ে করলাম। আসলে গতকালের ঘটনার পর থেকেই প্রশ্নটা মনে ঘুরপাক খাচ্ছে। অবশ্য আওয়ামী লীগ এখন আর জনসমর্থনের ধার ধারে না বলেই মনে হয়। সম্ভবত ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের কোন "প্ল্যান বি" রয়েছে। সেটা কি, তা অবশ্য ধারণা করতে পারছি না।
যাই হোক, মূল কথায় আসি; প্রশ্ন হলো, গতকালের গণহত্যার পর আওয়ামী লীগের জনসমর্থন এই মুহুর্তে ঠিক কত পার্সেন্ট হতে পারে বলে আপনি মনে করেন? ব্লগবন্ধুদের অনুরোধ, আবেগের বশবর্তী না হয়ে, যতটা সম্ভব নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে প্রশ্নটার উত্তর দেয়ার চেষ্টা করুন। এক্ষেত্রে একটু সাহায্য করতে পারি। ধরে নিতে পারেন, সংখ্যালঘুদের সমর্থন এখনো আম্লীগের প্রতি আছে। এর বাইরে গোপালগঞ্জের ১০০% আম্লীগের সমর্থক ধরে নিতে পারেন (ব্যতিক্রম থাকতে পারে)।
X-(
বিষয়: রাজনীতি
১২৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন