মুফতি থাবাবাবা কে লইয়া জ্ঞানপাপীদের গোয়েবলস সাধনা
লিখেছেন লিখেছেন আবুল ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৪৬:১১ সন্ধ্যা
গোয়েবলসের ছানা-পোনায় দেশ গেছে ভইরা। X-( একটু আগে এই রকম এক পোনার পোস্টে কমেন্ট করছিলাম। সেইটা হজম করতে না পাইরা, কমেন্টটা গায়েব কইরা দিছে। তাই কমেন্টের বক্তব্য পোস্টে দিলাম। গোয়েবলসছানারা আমার পোস্টে আইসা ব্যা ব্যা করতে পারো। তোমাদের কমেন্ট মুছুম না, কথা দিতাছি।
বিষয় হইলো বিডিনিউজের আজকের রিপোর্ট-
http://bangla.bdnews24.com/bangladesh/article595435.bdnews
যেই গর্দভে রিপোর্টটা বানাইছে, সে নিজেই রিপোর্টে লিখছে, "ওই ব্লগে মোট পোস্ট ছিল ১৯টি, যেগুলো লেখা হয়েছে ২০১২ সালের ১৮ জুন থেকে ২ অক্টোবর পর্যন্ত"। অথচ পরে লিখছে, ব্লগটা নাকি থাবাবাবা মরার পর খোলা হয়; What a great গাঞ্জারিপোর্ট!
ব্লগটা থাবাবাবা মরার পরে খোলা হইছে প্রমাণ করার জন্য কইলো পেজের ট্রাফিক থাবা মরার পর অনেক বাড়ছে। এতে অবাক হওয়ার কি আছে? জিনিসটা মরার পরেই বেশিরভাগ মানুষ তার পেইজের কথা জানছে; তাই তখন বাড়ছে। আর কোথাও প্রথম লিংক উল্লেখ করলেই যদি তারা ষড়যন্ত্রকারী হইতো, তাইলে তো কইতে হয় গুগল মামা সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। কারণ গুগলে সার্চ দিলেই এইসব পেইজ বাইর করা যায়।
থাবাবাবার একখান পোস্ট এখনো আমুব্লগে বহাল তবিয়তে আছে (যদি এখনো মুইছা না থাকে)। দেখেন সেইটা-
http://www.amarblog.com/thaba/posts/150478
এরপরে নিশ্চই কইবো, এইটাও থাবাবাবার পোস্ট না।
বিষয়: বিবিধ
১৬৭৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন