মখার কোন দোষ নাই, কেউ ওনার সমালোচনা করবেন না

লিখেছেন লিখেছেন আবুল ২৫ এপ্রিল, ২০১৩, ১২:২৮:৫৯ দুপুর

স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য নিয়ে গতকালে থেকে ব্লগে ফেসবুকে ঝড় চলছে। ওনাকে ব্যাপকভাবে পচানো হচ্ছে। অনেকেই এই বক্তব্যের পেছনে গঞ্জিকার প্রভাব খুঁজে পাচ্ছেন। কেউ কেউ ওনাকে হেমায়েতপুরের রাস্তা দেখিয়ে দিচ্ছেন। এটা অন্যায়। আমি এর তীব্র প্রতিবাদ করছি।

দাঁড়ান ... দাঁড়ান .... এখনই গালি দিয়েন না। কেন প্রতিবাদ করলাম, তার ব্যাখ্যাটা আগে শুনুন।

গতকালের দূর্ঘটনার পর, তড়িঘড়ি করে আমাদের প্রাণপ্রিয়(?) প্রধানমন্ত্রী বলে বসলেন, "সবাইকে আগেই সরিয়ে নেয়া হয়েছিল, যারা মূল্যবান জিনিস আনতে পরে সেখানে গিয়েছিলেন, তারাই দূর্ঘটনার শিকার হয়েছেন"। এরকম একটা দূর্ঘটনার পর দেশের প্রধানমন্ত্রীর এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্যে কেমন প্রতিক্রিয়া হতে পারে তা সহজেই অনুমেয়। তাই ওনার এই বক্তব্যকে লাইমলাইট থেকে সরিয়ে দিতে এর চেয়েও ফালতু কোন বক্তব্য সামনে আসা দরকার ছিল। মখা সাহেব সেই কাজটাই করেছেন। নেত্রীর জন্য এটুকু সেক্রিফাইস মখারা করতেই পারে। তাই আসুন, সবাই মিলে মখা সাহেবের বক্তব্যকে তালিসহকারে স্বাগত জানাই।

Winking

বিষয়: বিবিধ

১৬৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File