ভালোবাসার মধুরক্ষণ:-

লিখেছেন লিখেছেন labid ১৬ জানুয়ারি, ২০১৩, ০২:৫১:৫৯ দুপুর

Winking)

ভালোবাসার মধুরক্ষণ:-

বিয়ের আগে চিনতো না দুজন

দুজনকে,কে কেমন। প্রিয়ার

মনে ভয় কেমন হবে নির।নির

কী আমাকে বুঝবে।নাকি অন্য

স্বামীর মত সব সময় তার

স্বামীত্ব নিয়ে থাকবে।

তারপর প্রথম দেখা হয়

প্রিয়াদের বাড়িতে,নির

কে দেখার পর প্রিয়ার ভয় একটু

কাটলো।কেন যেন হঠাৎ ভাল

লাগা।কেন জানি ওর মনে হল

না নির এমন হতে পারেনা।

বিয়ের দিন ঠিক হল।

তারপর এক বছর

কেটে গেল…………………

বিয়ের পরই প্রিয়া ও নির

একে অন্যের পাশে আসল!

প্রিয়া সবসময়ই ভাবত, সে যেন

এক স্বপ্নের মাঝে আছে!

দেড়টা বছরে সে নির কে অনেক

অনেক ভালোবেসেছে,

কাছে এসেছে, সুখ-দুঃখ

ভাগাভাগি করেছে! আর এখন

প্রিয়া তার শরীরে অনুভব

করছে নতুন প্রাণের অস্তিত্ব,

দেহে বয়ে বেড়াচ্ছে তার নিজের

ও নির এর মিলিত সত্ত্বাকে!

হাসপাতাল থেকে ফিরছে দুজন,

ডাক্তার জানিয়েছে তাদের

মেয়ে হবে!

খুশীতে আত্মহারা প্রিয়া বুঝতে পারছে না সে যে কী করবে!

শুধু শক্ত করে নিরের

হাতটা চেপে ধরে রাখছে! প্রাণ

ভরে দেখছে নির

দুষ্টামী মাখা হাসিটা! আহ্,

কী সুখ!

সে ভাবছে এটা হবে নিরকে,আমার

দেওয়া পৃথিবীর সেরা উপহার।

বাসায় ফিরার

পথে তারা দুজনে ঠিক

করে তাদের মেয়ের নাম

রাখবে অজান্তা।

নির তো পৃথিবীর সেরা সুখী দের

মাঝে একজন,বাবা হবে সে।

বাবা বলে নিষ্পাপ দুটো হাত তার

গলা জড়িয়ে ধরবে।

তাকে নিয়ে সারাদিন

খেলা করবে নির।সারাটা ঘর

দুষ্টমিতে মাতিয়ে রাখবে সে ছোট্ট

সোনামণিটা।এই আরো কত

স্বপ্ন দেখে নির।

কিছুদিন পর

প্রিয়াকে হাসপাতালে ভর্তি করানো হয়।

মনে মনে সৃষ্টিকর্তার স্মরণ

করছে নির।হঠাৎ কেবিন

থেকে বের হল ডাক্তার।নির

একটু ভয়ে ভয়ে জিজ্ঞাসা করার

আগে ডাক্তার বলল অভিনন্দন

আপনি মেয়ে সন্তান এর

বাবা হয়েছেন।মা ও

মেয়ে দুজনে অনেক ভাল আছেন।

নির

ভেবে পাচ্ছে না সে কী করবে।

খুশিতে সে আজ আর্তহারা।

সে গেল প্রিয়ার কাছে, মুখে তার

মৃদ্যু মৃদ্যু হাসি।আর প্রিয়া তার

অপলক

দৃষ্টিতে তাকিয়ে দেখছে সে হাসি।

নির দেখলো তার মেয়েকে।

কোলে তুলে বুকে জড়িয়ে ধরলো।

নির এর চোখ

দিয়ে ঝরতে লাগলো আনন্দ

অশ্রু।আস্তে আস্তে বড়

হতে লাগলো তাদের

মেয়ে অজান্তা।

এই ভাবে অপার ভালোবাসার

মাঝে কাটতে লাগলো প্রিয়া এবং নির

এর ছোট্ট সংসার।

বি:দ্র:সত্যকারী­

রে ভালোবাসা এমন এই হয়।আর

সবাই স্বপ্নদেখে,এমন

একটা ছোট্ট ভালোবাসার স্বর্গ

গড়বে।

যেখানে রয়েছে হাসি,কান্না,সুখ,দুঃখ,মান,অভিমা­

ন।

.

বিষয়: বিবিধ

১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File