অতীত স্মৃতি

লিখেছেন লিখেছেন কথার কথা ২১ মার্চ, ২০১৩, ০২:০০:২০ দুপুর

আমার স্মৃতি-ছোট বেলার স্মৃতি

যেন আজো আমাকে অতীতে নিয়ে যায়,

স্মৃতির আকাশে তার জোৎস্নাভরা মুখ

ভুবন ভুলানো কলকল হাসি, তার চোখে

আমার অস্তিত্ব যেন বিলীন হয়ে যায়

ক্ষণিকে যেন ভুলে যাই আমার উপস্থিতি

সাগরের নোনাজলের জোয়ারে ঢেউ ওঠে

ফেনায় ফেনায় আমার বুকটা যেন

ফুলে ফুলে উঠতে চায় একান্তে নিবিড়।

ব্যাথার রাজ্যে স্মৃতিরা তাড়া করে

অশ্রুসজল অক্ষিতে আমি তাকিয়ে থাকি

অতীতে দূর অতীতে, সুধুই স্মৃতি যা

ভালোবাসার মায়াময় হাতছানি ছিল আকুতি '

হৃদয় ভাঙ্গার গর্জন, ছলছল নেত্র।

আমি তাকিয়ে ছিলাম একমনে কিন্তু

বুঝতে পারিনি ভালোবাসা

'তোমাকে না দেখলে আমি বাঁচবোনা' বলেছিলে

শুনেছিলাম মিটিমিটি হেসে, বুঝতে পারিনি

তারপর দীর্ঘ বিরতি, ফেরার পালা।

বাসি লাল গোলাপ যেন হয়ে গিয়েছিলে

অক্ষি কোঠরাগত,হাঁড় সর্বস্ব, শুনেছিলাম

কেঁদে কেঁদে চোখের জল শুকিয়ে গেছে

মুক বধির হয়ে গেছে।

বিষয়: সাহিত্য

১৪৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File