বন্ধুদের সাথে আড্ডা দিলে হৃদয়ের ব্যটারী চার্জ হয়ে যায়

লিখেছেন লিখেছেন কথার কথা ২০ মার্চ, ২০১৩, ০২:৫০:৪৪ দুপুর

দীর্ঘদিন পর বন্ধু চেয়ারম্যানের ফোন পেলাম।বিকেলে পল্টনে চলে আয়।অনেকদিন দেখা হয়নি,চট্রগ্রামে চাকুরীর সুবাধে তাকে সেখানে থাকতে হয়।অনেক কাজ ছিল,আমার অফিসে আয়,বলতে পারিনি।গেলাম এবং দেখলাম সেখানে ইদানিং অভিমান করে যার সাথে কথা বলা হয়না সে প্রিয় বন্ধু মিল্লাত।ভালো লাগলো খুব ভালো, এত যে ভালো লাগলো তা অবশ্য বুঝতে দিইনি।অনেকক্ষণ আড্ডা হলো, দেখা করলাম বন্ধু জাফরের সাথে।আমরা এ চারজন ঢাকাতে দীর্ঘদিন ছিলাম, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন সময়ে।চেয়ারম্যান খুরশিদ ছাড়া বাকী তিনজন আমরা এখনো ঢাকা শহরেই আছি।ঘন্টা দুই একত্রে আড্ডা দিলাম অথচ এখনো যেন তার ফ্লেভার রয়ে গেছে।ভাবতে লাগলাম কেন?হঠাৎ মনে হলো বন্ধুদের সাথে আড্ডা দিলে হৃদয়ের ব্যটারী চার্জ হয়ে যায়।সে চার্জ নিয়ে চলতে বেশ ভালই লাগে।বন্ধু তোদের সাথে আবার কবে দেখা হবে?

পুনশ্চ:আমাদের খুরশিদ কিন্তু কোন কালেই চেয়ারম্যান ছিলনা এমনটি এ পদের চিন্তাও করেনি,তাহলে সে কেন চেয়ারম্যান নামেই ঢাকা শহরে পরিচিত?না পাবলিকলি বলা যাবেনা।সমস্যা আছে।বন্ধু আমি কিন্তু কই নাই।

বিষয়: বিবিধ

২৮৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File