সোনামনিদের হিজাব
লিখেছেন লিখেছেন কথার কথা ২৯ নভেম্বর, ২০১৪, ০৯:২১:৪৯ রাত
আমাদের প্রিয় সোনামনিদের আমরা এমনভাবে গড়তে চাই যাতে তারা আমাদের জন্য আশির্বাদ হয়। অভিশাপ না হয়। গত কিছুদিন পূর্বে আইনশৃঙ্গলা রক্ষাকারী বাহিনীর বড় কর্তা দম্পত্তি খুন হন। এর কারণটা সবার নিকট জানা। যদি ছোটবেলা থেকেই সন্তানকে ইসলামী পরিবেশে রাখতেন তাহলে এ মর্মান্তিক ঘটনা আমাদের প্রত্যক্ষ করতে হতোনা। বিশেষ করে আমাদের নারী সন্তানদের যদি শিশুকাল থেকেই ইসলামী তাহযিব তমদ্দুনের ভিত্তিতে গড়ে তোলা যায় আর যাই হোক আপনি আপনার কন্যাকে নিয়েগর্ব করতে পারবেন কিনা জানিনা কিন্তু আপনাকে তার কারণে যে অপদস্ত হতে হবেনা এ বিষয়ে আমি গ্যারান্টি দিতে পারি। আসুন আমাদের প্রিয় সোনামনিদের কিছু হিজাবের ছবি দেখা যাক।
বিষয়: বিবিধ
২৪৫০ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ কথার কথা...
দুর্ভাগ্য অনেক পিতামাতা ইসলামের নিতি জেনেও ওরা এখনও ছোট এই কথা বলে হিজাব পড়াতে চাননা কিশোরি মেয়েদের কেও।
নামাজ-রোজার মতই হিজাব তথা পর্দার বিধান! অথচ বর্তমানে মিথ্যে প্রগতির অন্তরায় বলে পর্দা এড়িয়েই চলে নামধারী মুসলিম সমাজ!
আল্লাহ সবাই কে এর গুরুত্ব বুঝার তৌফিক দিন!আমিন!
মন্তব্য করতে লগইন করুন