একাকিত্ব ও ঈদ

লিখেছেন লিখেছেন কথার কথা ০৫ অক্টোবর, ২০১৪, ০৫:৪৬:২৩ বিকাল



ঈদ যত ঘনিয়ে আসছে ততই যেন আমি একা হয়ে পড়ছি। একে একে কাছের মানুষরা তাদের প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য গ্রামের বাড়ীতে চলে যাচ্ছে। এভাবেই একাকিত্বের যাতনা ক্রমেই আমার হৃদয়ে আর মস্তিস্কে চেপে বসছে। দেশে থেকেই প্রবাসের আস্বাদ পাওয়ার কি যন্ত্রণা তা ভুক্তভোগী মাত্রই জানে। আমার প্রিয়জনদের কাছে আমার অনুপস্থিতি কি পরিমান বেদনার জন্ম দেবে তা হয়তো আমি পুরোপুরি অনুধাবন করতে পারছিনা। পারার কথাও নয়। তবে কিছুটা বুঝতে পারি। সময় আমার কাছ থেকে এ আনন্দ কেড়ে নিচ্ছে তবে সাথে সাথে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। অনেক ভুল মানুষকে ভুলের চেয়েও বেশী যন্ত্রণা দেয়। আমি ভুল করেছি ভুলের প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে।



বিষয়: বিবিধ

৩৫২৬ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

271677
০৫ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩০
বুড়া মিয়া লিখেছেন : হ্যা, ভুলের প্রায়শ্চিত্ত তো করতেই হবে!

সব ভুল আর তার প্রায়শ্চিত্তের হিসাব মেলানোর চেষ্টা করে কিছুটা শান্ত্বনা পাওয়া যায় তবে জন্মেছিলাম কোন ভুলে তা কোন ভাবেই মেলাতে পারলাম না!
০৫ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:৩৪
215803
কথার কথা লিখেছেন : আমি বলতে চাইনা 'জন্মই আমার আজন্ম পাপ'। জন্মেছি তাই ভুল ভাল করবই আবার শোধরাবো আর এই এই করতে করতে পরপারে পাড়ি জমাবো। মন্তব্যের জন্য ধন্যবাদ।
271694
০৫ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৭:৩৬
সুশীল লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৬ অক্টোবর ২০১৪ রাত ০১:০৫
215921
কথার কথা লিখেছেন : আপনাকেও অনেক ধন্যবাদ।
271762
০৫ অক্টোবর ২০১৪ রাত ১১:৫৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..


নিঃশর্ত ক্ষমাপ্রাথী হয়ে সামনে হাজির হওয়া অত্যন্ত দুঃসাহসিকতার কাজ-

কিন্তু এটা সকল অপরাধবোধের গ্লাণি থেকে মুক্ত করতে মহৌষধ!!

আর 'অহম' হলো এ কাজের বড় শত্রু

ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক Rose Big Hug
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক Praying
আপনার একাকীত্ব থেকে মুক্তি মিলুক!!
০৬ অক্টোবর ২০১৪ রাত ০১:০৬
215922
কথার কথা লিখেছেন : অনেক অনেক ধন্যবাদ। আপনার চমৎকার পরামর্শ আমার জীবনে কাজে লাগবে।
271846
০৬ অক্টোবর ২০১৪ সকাল ০৭:৫২
চোথাবাজ লিখেছেন : ছোট কিন্তু সুন্দর লেখা। চলুক
০৬ অক্টোবর ২০১৪ দুপুর ০২:১৭
216000
কথার কথা লিখেছেন : আমাদের চেষ্টা চলছে চলবে। ধন্যবাদ মন্তব্যের জন্য
271952
০৬ অক্টোবর ২০১৪ সন্ধ্যা ০৬:২১
আফরা লিখেছেন : ভুল করেছেন এখন প্রায়শ্চিত্ত করেছেন কিছুদিন পর সব ঠিক হয়ে যাবে । ইনশা আল-লাহ
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৬
217519
কথার কথা লিখেছেন : মহান আল্লাহ তায়ালা আপনার চাওয়ার পূর্ণতা দান করুক। আমিন। মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
271968
০৬ অক্টোবর ২০১৪ রাত ০৮:১০
ফেরারী মন লিখেছেন : ঠিক কি ভুলের কারণে বাসা ছেড়েছেন বোঝা গেলো না। ৯০% এর বেশী মানুষ বাসা ছাড়ে প্রেমের কারণে। আপনার বেলাতেও তাই ঘটেছে কিনা জানি না। তবে যাই ঘটুক না কেনো মিটমাট করে নেওয়াই ভালো।
১২ অক্টোবর ২০১৪ দুপুর ০৩:২৭
217520
কথার কথা লিখেছেন : আমার বিষয়টি প্রেমঘটিত নয়। ধন্যবাদ মন্তব্যের জন্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File