একাকিত্ব ও ঈদ
লিখেছেন লিখেছেন কথার কথা ০৫ অক্টোবর, ২০১৪, ০৫:৪৬:২৩ বিকাল
ঈদ যত ঘনিয়ে আসছে ততই যেন আমি একা হয়ে পড়ছি। একে একে কাছের মানুষরা তাদের প্রিয়জনের সাথে আনন্দ ভাগাভাগি করার জন্য গ্রামের বাড়ীতে চলে যাচ্ছে। এভাবেই একাকিত্বের যাতনা ক্রমেই আমার হৃদয়ে আর মস্তিস্কে চেপে বসছে। দেশে থেকেই প্রবাসের আস্বাদ পাওয়ার কি যন্ত্রণা তা ভুক্তভোগী মাত্রই জানে। আমার প্রিয়জনদের কাছে আমার অনুপস্থিতি কি পরিমান বেদনার জন্ম দেবে তা হয়তো আমি পুরোপুরি অনুধাবন করতে পারছিনা। পারার কথাও নয়। তবে কিছুটা বুঝতে পারি। সময় আমার কাছ থেকে এ আনন্দ কেড়ে নিচ্ছে তবে সাথে সাথে অনেক কিছু শিখিয়ে দিচ্ছে। অনেক ভুল মানুষকে ভুলের চেয়েও বেশী যন্ত্রণা দেয়। আমি ভুল করেছি ভুলের প্রায়শ্চিত্ত তো আমাকেই করতে হবে।
বিষয়: বিবিধ
৩৫২৬ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
সব ভুল আর তার প্রায়শ্চিত্তের হিসাব মেলানোর চেষ্টা করে কিছুটা শান্ত্বনা পাওয়া যায় তবে জন্মেছিলাম কোন ভুলে তা কোন ভাবেই মেলাতে পারলাম না!
নিঃশর্ত ক্ষমাপ্রাথী হয়ে সামনে হাজির হওয়া অত্যন্ত দুঃসাহসিকতার কাজ-
কিন্তু এটা সকল অপরাধবোধের গ্লাণি থেকে মুক্ত করতে মহৌষধ!!
আর 'অহম' হলো এ কাজের বড় শত্রু
ঈদের শুভেচ্ছা- কুরবানী ও ঈদ মোবারক
ত্যাগের আলোয় ব্যক্তি ও সমাজ জীবন আলোকিত হোক
আপনার একাকীত্ব থেকে মুক্তি মিলুক!!
মন্তব্য করতে লগইন করুন