ইসরাইলী নারীদের এ কি রণসাজ!

লিখেছেন লিখেছেন কথার কথা ২৩ আগস্ট, ২০১৪, ০১:৪৯:১৬ দুপুর

ছবিগুলো কি প্রমাণ করছে? ইসরাইলী নারীরাওকি যুদ্ধে জড়িয়ে যাচ্ছে?





বিষয়: বিবিধ

১৭৩৭ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257365
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৬
egypt12 লিখেছেন : না এরা ক্লান্ত ইসরায়েলি বর্বর সৈনিকদের বিশেষ সুবিধা দেবে তাই সেনাবেশে সাথে পাঠানো আর কি।
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০২:১৪
201051
কথার কথা লিখেছেন : আল্লাহ তায়ালা ইসরাইলীদের বিশেষ যে সুবিধা দিয়েছেন তা তারা ব্যবহার করছে। যেমন আল্লাহ শয়তানকে স্পেশাল কিছু পাওয়ার দিয়েছেন। আর শয়তান সে পাওয়ার দিয়ে বনী আদমকে বিভ্রান্ত করছে। ইসরাইল বর্তমানে শয়তানের নাম্বার ওয়ান প্রতিনিধি।
257384
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪২
বুড়া মিয়া লিখেছেন : হুম, মুসলমান মেয়েরা কই যোদ্ধা জন্ম দিবো তা-না, জামাই দ্বিতীয় বিয়া করতে চায় কেনো? ঐটা লইয়া সামাজিক-যুদ্ধ করে! মুসলিম মেয়েরা সশস্ত্র যুদ্ধ করবে আর কি? জেনেটিক যুদ্ধ-ও (পোলাপান জন্ম দিয়ে) করতে ইচ্ছুক না! ওরা পারবে না তো আমরা?

সব উন্নতির অর্ধেক না নর আর অর্ধেক না নারী?

আমাদের নারীরাই তো আমাদের বাইন্ধ্যা রাখছে! তার পরেও বলে ওদের অধিকার আমরা কাইড়া নিতাছি, এইটা বইলা কতো অভিমান, কতো অভিযোগ তাদের!
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০২:৪৭
201074
আবু সাইফ লিখেছেন : বর্তমানের মুসলিম মহিলাদের অধিকার নিয়ে যত কথা-

পুরুষের অধিকার শূণ্যে পৌঁছতে খুব বেশী দেরী নেই!
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০২:৫৬
201079
বুড়া মিয়া লিখেছেন : অনেক দুঃখে এই কথাগুলা বের হয় @আবু সাইফ ভাই

এইখানেও একই অবস্থা দেখি, সত্যলিখন আপা-কে ভালো লাগে, তাই তার সাথে মাঝে মাঝে ঝগড়া (যুক্তি আদান-প্রদান) করি, তাতে উনিও আজকে অভিমান কইরা অভিযোগ করলো যে, আমার মতো ব্লগারের জন্যে নাকি এইখানের এক ঝাক পায়রারূপী মেয়ে-ব্লগার সব আসা বন্ধ কইরা দিছে, উনিও আসবেন কি-না ভাবতেছেন!

এদের নিয়া কি করবো আমরা? এরা তো রনে-ভংগ দিচ্ছে অযৌক্তিক অভিযোগ আর অভিমানে ...
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:১৬
201084
আবু জান্নাত লিখেছেন : যত্ত সব আ-কথার দোকানদারী।
২৩ আগস্ট ২০১৪ দুপুর ০৩:২৪
201092
বুড়া মিয়া লিখেছেন : বিক্রীও অনেক @আবু জান্নাত!
২৪ আগস্ট ২০১৪ রাত ০১:১৯
201245
কথার কথা লিখেছেন : বিদ্রোহী কবি নজরুল বলেছেন "বিশ্ব যখন এগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতোয়া খুঁজি কুরআন হাদীস চষে"
২৪ আগস্ট ২০১৪ সকাল ০৫:০৯
201260
বুড়া মিয়া লিখেছেন : কি আর করবো @কথার কথা?

ঐধরণের বিবিদের দেখলে তো মনে হয়, গিয়ে হিন্দু-বৌদ্ধের সাথে প্রেম করে, ওদের মুসলমান বানিয়ে বিয়ে করে – নতুন জাতী গঠনে এগুয়ে যাই, আর ওদেরকে দিয়ে দেই হিন্দু-ইহুদী-খ্রীষ্টানদের হাতে! ফতোয়াতো আর এমনি এমনি কেউ খুজে না – যুক্তিসঙ্গত কারণেই খুজে!
280789
০৩ নভেম্বর ২০১৪ দুপুর ১২:৫৭
যা বলতে চাই লিখেছেন : ইসরাঈলি নারী সৈন্যদের ব্যাপারে: ইতিহাস সাক্ষ্য দেয় যে,নিজ জাতি ও ধর্ম রক্ষা করা বা বিজয়ী হওয়ার জন্য ইহুদি নারীগণ তাদের সর্বস্ব (যত্র-তত্র)বিলিয়ে দেওয়াকেই শ্রেষ্ঠ ইবাদাত মনে করে। বিশেষ করে মুসলিম নেতৃত্ব ও সৈন্য বাহিনীকে বিভ্রান্ত করার জন্য তাদের সুন্দরী প্রশিক্ষণ প্রাপ্ত নারীদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্র হিসেবে ব্যবহার করে থাকে। ইত্যাদি কারণেই এরা পৃথিবীতে অভিশপ্ত জাতি। আল্লাহ তাআলা তাদের কুমন্ত্রণা ও ষড়যন্ত্র থেকে মুসলিম মিল্লাতকে রক্ষা করুন। আমিন।।
০৪ নভেম্বর ২০১৪ রাত ১২:০০
224556
কথার কথা লিখেছেন : অনেক ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File