......রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী..........
লিখেছেন লিখেছেন কথার কথা ১৪ মার্চ, ২০১৪, ১২:১৬:৪২ দুপুর
প্রয়াত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের কোন এক উপন্যাসে পড়েছিলাম "যে ভাষায় মহিলাদের শৌচাগারকে বলা হয় দেবীও কি হাগন কুঠি সে ভাষায় আমার আগ্রহ নেই"। গতকাল সে হাগন কুঠি মার্কা ভাষায় নর্দন কুর্তন আর খিস্তি খেউড় গেয়ে আমাদের কোন হাগনকুঠিতে নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, সচেতন দেশপ্রেমীক জনতা কম বেশী জানে।
কোথায় যেন পড়েছিলাম (আমার স্মৃতি শক্তি দুর্বলতো তাই সঠিক ভাবে উদ্ধৃত করতে পারছিনা) "হিন্দুস্থানি সাংস্কৃতিক আগ্রাসনে আগামী দুই হাজার পঁচিশ সাল নাগাদ এ দেশ অনেকাংশে হিন্দি সংস্কৃতিতে নিমজ্জিত হবে। এ আগ্রাসনের জন্য কম টাকা খরচ করবেনা তারা"। আমার মনে হয়না পঁচিশ সাল নাগাদ অপেক্ষা করতে হবে।.......আলামত দেখা যাচ্ছে। আমরা দেখবো আর ভাববো দেখি কি হয়। ঘরে স্টার জলসা জি বাংলা,স্টেডিয়ামে,শপিং মলে কথা বার্তায়, সাহিত্যে,নাম করণে,পানিয়ে কোথায় নেই ?......রাত পোহাবার কত দেরী পাঞ্জেরী..........।
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তিনিই একবার বলেছিলেন বিজ্ঞান এর সুত্র অনুযায়ি শুন্যকে পুরুন করতে কোন কিছু আসবেই। আমাদের নিজেদের সংস্কৃতিক অঙ্গন কে শুন্য রাখা হলে হিন্দি আসবেই। দুঃখটা হচ্ছে এই ক্ষেত্রে রাষ্ট্রিয় ভাবে এক টেনে আনা হচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন