পাতি মন্ত্রির জয়!

লিখেছেন লিখেছেন কথার কথা ১৩ মার্চ, ২০১৪, ১২:২৫:০৮ দুপুর

আরিফ খাঁন জয়

মনেতে নেই ভয়

পায়ের খেলা হাতের খেলায়

জয়ী হতে হয়।

জয় খাঁন, জয় জয়

পাতি মন্ত্রির জয়

নেটে গুতোয় পেটে গুতোয়

হবেনা তার ক্ষয়।

শ্রদ্ধেয় মইনুল আহসান সাবের তার ফেসবুক স্ট্যাটাসে একজন ক্ষমতাবান মন্ত্রী মহোদয় সম্পর্কে নিচের স্ট্যাটাসটি দেন। আমিও তাই হঠাৎ উপরের ছড়াটি লিখে ফেললাম।



"মধ্যরাতে তিনজন সঙ্গী নিয়ে সন্ত্রাসী ধরতে এক বাড়িতে হানা দিয়েছিলেন উপমন্ত্রী আরিফ খান জয়। পুলিশের সাহায্য তিনি নেননি। এ খবরটি প্রশংসা করার মতো। অথচ পত্রিকা লিখেছে বাঁকা ভাবে। মন্ত্রী হওয়ার আগে তিনি ফুটবল খেলা চলার সময় পিস্তলসহ স্টেডিয়ামে ঢুকে পড়েছিলেন। সেটাও প্রশংসা করার মতো ব্যাপার ছিল। কারণ পিস্তল তিনি হাতে না নিয়ে নিয়মমাফিক হোলস্টারে রেখেছিলেন।

ছোটবেলার পর আগ্রহ হারিয়ে ফেলা সার্কাসে আবার আনন্দ খুঁজে পাচ্ছি।"

বিষয়: বিবিধ

১১২৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

191618
১৩ মার্চ ২০১৪ দুপুর ১২:৩৬
শিশির ভেজা ভোর লিখেছেন : নিজের নিরাপত্তার জন্য পিস্তল রাখা জায়েজ।
191633
১৩ মার্চ ২০১৪ দুপুর ০১:০৭
কথার কথা লিখেছেন : না জায়েজ তো কই নাই।
191641
১৩ মার্চ ২০১৪ দুপুর ০১:১৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : হেড করতে করতে চুল সব গেছে। এখন দেখি মগজটাও নাই।
১৪ মার্চ ২০১৪ রাত ১২:৪৫
142832
কথার কথা লিখেছেন : মগজ থাকলে কি তিনি......হইতেন।
191705
১৩ মার্চ ২০১৪ দুপুর ০৩:৪৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, এত সুন্দর এতদিন কোথায় ছিল
১৪ মার্চ ২০১৪ রাত ১২:৪৭
142833
কথার কথা লিখেছেন : আপনার চোখে। একজোড়া সুন্দর চোখ থাকলে তা নিয়ে গর্ব করা যায়।
191764
১৩ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪১
সজল আহমেদ লিখেছেন : আরিফ তো সন্ত্রাসের খাতায় নাম লিখায়ে ফেল্ল।
১৪ মার্চ ২০১৪ রাত ১২:৪৮
142834
কথার কথা লিখেছেন : কি কইলেন?আপনার ঘাড়ে কল্লা কয়ডা?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File