প্লিজ 'বাম' ছানি অপারেশন করুন!

লিখেছেন লিখেছেন কথার কথা ০২ মার্চ, ২০১৩, ০৭:৫২:৫৪ সন্ধ্যা

জুমার নামাজ শেষে তাড়াতাড়ি বাসায় ফিরছি,মার্চের এক তারিখ,পূর্ব নির্ধারিত বাসা পরিবর্তনের কাজ এখনো বাকি।জুমার আগে মালামাল পৌছানোর কাজ শেষ।একই ভবনের তিনতলা থেকে প্রোমোশন পেয়ে চারতলায় উঠছি।দুর্মুল্যের বাজারে চাইছিলাম ভাড়াটা একটু কম হোক।উপায়ান্তর না পেয়ে বাসা প্রোমোশনের নামে একটু ভাড়া কমানো আরকি।তো যাই হোক যা বলছিলাম,আমার বাসা ঢাকা শহরের বর্তমান সময়ের খুবই গুরুত্বপূর্ণ স্থান মালিবাগ রেলগেটের পাশেই।আবাসিক এরিয়া 'মালিবাগ বাগান বাড়ী'। গেট দিয়ে এলাকায় ঢুকছি এমন সময় শুরু হলো গোলাগুলি।চারদিক তাকিয়ে কোন মিছিল দেখলাম না।সাহস করে গেটে দাড়িয়ে ইতি উতি চাইছি দেখলাম পুলিশ বাবাজিরা গেটের দিকে আসছে, ভয় পেয়ে তাড়াতাড়ি পাশের গলিতে পালিয়ে বাঁচলাম। পুলিশ গেটের ফাঁক দিয়ে ফায়ার করছে।আশপাশে যাদের দেখলাম সবাই প্রায় চেনা।বাইরের কোন লোক বা জামায়াত শিবিরকে দেখলাম না।কিছুক্ষণ পর পরিস্থিতি একটু শান্ত হলো দেখলাম এলাকার মুরুব্বী শ্রেনীর লোকজন খুবই বিব্রত বোধ করছে।যাদেরকে ভাদা শ্রেনীর বলে জানতাম দেখলাম ভোল পাল্টে ফেলেছে।বলা যায় বুঝতে পেরেছে দিন শেষ।তারাই প্রতিবাদ জানাচ্ছে।মনে হলো পুলিশ দিগ্বিদিক শুন্য হয়ে এদিক সেদিক ফায়ার করে মনে সাহস সঞ্চার করছে।আগে কখনো গেটের ভিতরে তাদেরকে দেখিনি,এখন দেখি দলবেধে গেটে অবস্থান করছে।দেশে যা চলছে তাতে বলা কি যায়না নেভার আগে আগুন ধপ করে জ্বলে উঠে।আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনিকে জনগণের শত্রুর কাতারে নিয়ে আসা কারো জন্যই সুখকর নয়।

একজন সাধারণ নিরীহপ্রাণী (এ জন্যই বলছি কখন কোথায় গুলি খেয়ে মরে যাই) হিসেবে সরকারকে বলছি চোখের উপরে 'বাম' ছানি দ্রুত অপসারণ করুন অথবা অপারেশন করে ফেলে দিন,দেখবেন বাংলাদেশ খুব সুন্দর একটি দেশ, এদেশে 'বাম' নয় সাম্প্রদায়িক সম্প্রীতির ধারক বাহক 'মানুষ' রয়েছে যারা সুন্দরভাবে বাঁচতে চায়,মতের অমীল থাকলেও সবাই সবাইকে ভালোবাসে।

বিষয়: রাজনীতি

৯৪২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File