মালিবাগ রেলগেটে বাসে অগ্নিসংযোগ!

লিখেছেন লিখেছেন কথার কথা ০৫ মে, ২০১৩, ০৭:৩১:১১ সন্ধ্যা

আধঘন্টা পূর্বে মালিবাগ রেলগেটে কয়েকজন দুবৃত্ত প্রায় আটটি গাড়িতে আগুন দেয়।আমরা অফিসেই ছিলাম।গাড়িতে আগুন দেয়ার কিছুক্ষণের মধ্যেই গোটা এলাকা ধোঁয়ায় ঢেকে যায়।অফিস থেকে এ নির্মম দৃশ্য দেখতে হলো সহ্য করতে হলো আর নিরবে চোখের জল ঝরাতে হলো।কিছুই করার ছিললেনা।শুধু চেয়ে চেয়ে দেখলাম।কিছুক্ষণ পরে মনে হলো অফিসে থাকা নিরাপদ না দৌড়ে বাসার দিকে চলে গেলাম।বাসায় গিয়েও শান্তি পেলাম না আবার রেলগেটে এসে দেখলাম বিআরটিসির বাস গুলো পুড়ে যাচ্ছে।কোন পুলিশ ফায়ার সার্ভিস বা কাউকে আগুণ নেভাতে আসতে দেখলাম না।আগুন নিভে গেল যথারীতি ফায়ার সার্ভিস এলো পুলিশ আর এলোনা।আমরা বুঝতে পারছিনা।শুধু দেখছিলাম স্থানীয় সরকার মন্ত্রির আসফালন আর হেফাজতের নেতা কর্মীদের মিছিল।আমরা কোন দিকে যাচ্ছি জানিনা জানার কোন উপায়ও নাই।

বিষয়: বিবিধ

১২৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File