প্রতারণা

লিখেছেন লিখেছেন কথার কথা ১৬ এপ্রিল, ২০১৩, ০৬:৪৬:৪৬ সন্ধ্যা

প্রতারণা যেন আমাদের অস্তিত্বের অংশ হয়ে গেছে। প্রতারণার শিকার হতে হতে আমরা যেন প্রতারণাকে নিজের অঙ্গে জড়িয়ে নিয়েছি কাঁথার মতো।

আজ দেশের রাজনীতি অর্থনীতি সমাজনীতি সবখানে প্রতারণার ভয়াল থাবা। প্রতারণার হাত থেকে ছেলে বুড়ো কারো কোন মুক্তি নেই। ছেলে বাপের সাথে,বাপ ছেলের সাথে প্রতারণা করছে। স্বামী স্ত্রীর সাথে আর স্ত্রী স্বামীর সাথে প্রতারণা করছে। জাতি হিসেবে হয়তো অচিরেই আমরা প্রতারণার নোবেল পেতে যাচ্ছি। শিক্ষক প্রতারণা করছে ছাত্রের সাথে আর ছাত্র করছে শিক্ষকের সাথে। জাতীয় নেতারা প্রতারণা করছে জাতির সাথে। প্রতারণার এ ভয়াল থাবা থেকে আমাদের কি কোন মুক্তি নেই? আমাদের ভাগ্যাকাশে কি শুধুই মেঘের আনাগোনা? কিন্তু কেন,কেন আমরা সূর্যের স্পর্শ পাবোনা?

যাদের আমরা ভোট দিয়ে জাতির সেবা করার জন্য পাঠিয়েছি তাদের প্রতারণার কথা বললে হয়তো প্রতারণার দায়ে আমাকেই জেলের ঘানি টানতে হবে। "জনগনের সেন্টিমেন্ট নিয়ে অনির্বাচিত 'সরকার' আর হুট করে ফেটে ওঠা হেফাজতের হুংকার" সবই কি প্রতারণা?এক পক্ষকে বললে হয়ে যাবো যুদ্ধাপরাধী আর অন্য পক্ষকে বললে হবো নাস্তিক। হেফাজতের হেফাজতে যে নিজকে উৎসর্গ করে লাল দালানে আছে হুংকার দেয়া সে হেফাজত সব ভুলে নিজের হেফাজতে ব্যস্ত, একি প্রতারণা নয়? জাতিকে কলংকমুক্ত করতে অমুকের ফাঁসি চাই,তমুকের ইয়ে চাই বলে যারা কিছুসংখ্যক লোকের সেন্টিমেন্টে প্রচন্ড দোলা দিয়েছে কিছুদিন পর তাদের মুখোশ খুলে প্রমাণ হয়ে গেছে এটি চিরাচরিত বামদেরই অন্যরকম এক অ-কাম। এ কি সাধারণ জনতার সাথে প্রতারণা নয়?

আর কিছু বলতে ইচ্ছে করছেনা। আমি কি ইচ্ছেই হোক আর অনিচ্ছায় হোক কোন প্রতারণার সাথে জড়িত নই? তাহলে কোন মুখে এ প্রতারণার তাড়না আমাকে পেয়ে বসেছে? জানিনা, কারণ আমরা ভুলতে বসেছি প্রতারণা কাকে বলে।

বিষয়: বিবিধ

১২৬২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File