পুলিশের সেই এডিসি হারুন সেবার জন্য পুলিশ মেডেল পাচ্ছে!

লিখেছেন লিখেছেন কথার কথা ১৯ জানুয়ারি, ২০১৩, ১১:৫৫:০০ সকাল

সেবার জন্য ডিসি হারুন-অর রশীদকে এবার পিপিএম (প্রেসিডেন্ট পুলিশ মেডেল) পদক দেয়া হচ্ছে। পুলিশের সম্মানজনক এ পদক তালিকায় ঢাকা মহানগর পুলিশের ওয়ারী জোনের ডিসি হারুন-অর রশীদের নাম টপ লিস্টে চূড়ান্ত করা হয়েছে। বিএনপির চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুককে পিটিয়েছিলেন হারুন-অর রশীদ।পুরস্কার হিসেবে এডিসি থেকে ডিসি পদোন্নতি পেয়েছিলেন।জজকোর্টের সামনে বিদায়ী বছরের সবচেয়ে সমালোচিত ও নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল ডিসি হারুন-অর রশীদের উপস্থিতিতে। সেদিন বিশ্বজিৎকে ছাত্রলীগের সন্ত্রাসীরা চাপাতি দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে হত্যা করলেও তিনি বাঁচাতে এগিয়ে যাননি। নীরব দর্শকের ভূমিকায় দাঁড়িয়েছিলেন। প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনদের মতে- ওই দিন পুলিশ পেশাদারিত্বের মনোভাব নিয়ে দায়িত্ব পালন করলে বিশ্বজিতের প্রাণ বেঁচে যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু পুলিশ সেই সেবা দেখাতে পারেনি। এহেন ভূমিকায় ডিসি হারুনের বিরুদ্ধে দেশ ও দেশের বাইরে সমালোচনার ঝড় উঠে। একপর্যায়ে পুলিশের দায়িত্বে অবহেলার অভিযোগে আরও একটি তদন্ত কমিটি গঠিত হয়। যদিও ওই কমিটির রিপোর্ট প্রকাশ করা হয়নি। এরইমধ্যে সেই হারুনকে সাহসী দায়িত্ব পালনের পুরস্কার হিসেবে পিপিএম পদকপ্রাপ্তদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের একজন এআইজি বলেন, ডিসি হারুন পুলিশের চেইন অব কমান্ড না মানলেও মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের ঘনিষ্ঠতা বজায় রেখে চলেন। এটাই তার সাহসিকতার নজির।পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামী ২২শে জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিতদের পদক প্রদান করবেন।

বিষয়: বিবিধ

১১৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File