মোবাইল কলের অভিনব প্রতারণা থেকে সাবধান

লিখেছেন লিখেছেন কথার কথা ১৮ জানুয়ারি, ২০১৩, ১২:৩১:৫২ দুপুর

আজ পবিত্র জুমাবার,পবিত্র দিন।এ দিনটি সবার জন্য তাৎপর্যপূর্ণ।ছুটির দিন হওয়ায় সবার মনটা ফুরফুরে থাকে।মজার বিষয় হলো আজ আমি সকাল ১০.২১ এ ০১৭৭২-০৯৬৪৮০ নাম্বার থেকে একটি সু-খবর(!) পাই।নববর্ষ উপলক্ষে গ্রামীণ ফোন লটারীর মাধ্যমে সৌভাগ্যবান(!)দশজনকে পুরস্কৃত করেছে।আমি একুশ লক্ষ টাকা দামের একটি গাড়ী জিতেছি।বলা হল ফোন কলটি শেষ হওয়ার এক মিনিটের মধ্যে কল ব্যাক করতে।বলাই বাহুল্য আমি মোবাইলের মাধ্যমে প্রতারিত হওয়ার আমন্ত্রণ পেলাম।জুমাবারের জন্য হোক আর মনটা ভালো থাকার জন্যই হোক সে নম্বরে আর ফোন দিয়ে ক্যাচাল করতে চাইনি।

গত ২৯/১২/২০১২ ইং তারিখে রাত আনুমানিক সাড়ে বারোটায় আমার বাসার সেল ফোনে একটা কল আসে।সুন্দরভাবে সালাম বিনিময়ের পর পবিত্র কুরআন শরীফের সূরা আয়াত ইত্যাদি নিয়ে বিভিন্ন তথ্য পরিবেশন করে কলার জানতে চান আমি কি জানি এর বাইরেও অনেক কিছু আছে যাকে মারেফত বলে।নিজেকে তিনি একটি মাজারের খাদেম বলে পরিচয় দেন।তিনি আমার কাছে কিছু অর্থ চান এবং জানান তাতে আমার বিরাট লাভবান হওয়ার সুযোগ রয়েছে।আমি তাকে দুটি প্রশ্ন করি তারপর কিছুক্ষণ পর সুইচ অফ পাই সেল ফোনটির।প্রশ্ন দুটি হল একজন মাজারের খাদেম রাত বারোটার পর কারো ফোনে কল দেয়া কোন মারেফতি এবং শুদ্ধ ভাবে সুরা ফাতেহা পড়ে শোনাতে হবে।

দেড় বছর আগে আমার মেইলে একটি লোভনীয় মেইল আসে,আমি বাংলা টাকায় কোটি টাকার মতো ইউরো মুদ্রা লটারীতে পেয়েছি।এ জন্য আমাকে কিছু ধাপ পেরিয়ে যেতে হবে।আমার এক কলিগের এ রুপ অভিঞ্জতা থাকায় মেইলটিতে কোন মজা পাইনি।

গত বছর খানেক পূর্বে আমার ঢাবিতে পড়ুয়া ছোট ভাই মোবাইলে আজকের মতো একটি লোভনীয় অফারের ফাঁদে পড়ে।আমি জানতে পারি শেষ পর্যায়ে যখন তার হাজার দশেকের মতো টাকা ফাঁক গলে বেরিয়ে গেছে।

এভাবে অসংখ্য ঘটনা আমাদের চারপাশে ঘটছে।আমাদের সচেতনতার অভাবে আমরা নানা ভাবে প্রতারিত হচ্ছি।অনুরোধ রইলো যারা লেখাটি পড়বেন আপনার আশ পাশের সকলকে মোবাইলের এ প্রতারণা থেকে সচেতন করবেন ।

বিষয়: বিবিধ

৯৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File