'আমাদের ক্ষমা করুন'
লিখেছেন লিখেছেন কথার কথা ১৭ জানুয়ারি, ২০১৩, ১১:৪৮:২৮ সকাল
আজ সকাল থেকেই মনটা বিষন্ন।জাতির মানুষ গড়ার কারিগর 'শিক্ষক'রা পুলিশের যাঁতাকলে পিষ্ঠ হয়ে রাস্তায় মানবেতর সময় অতিবাহিত করছেন আর আমাদের প্রধানমন্ত্রী অস্ত্র কিনতে গিয়ে চুক্তি করে মস্কো থেকে ফিরে এসেছেন।মাঝে মাঝে মনটা বিদ্রোহ করে বসে,কোথায় আছি আমরা।যারা আমাদের মানুষ করে ক্ষমতার দ্বারপ্রান্তে বসিয়েছেন আমরা তাদের রাস্তায় বসিয়ে তামাসা দেখছি। চোখে মরিচের গুঁড়ো স্প্রে করছি আর নির্লজ্বের মতো বলছি 'পিপার স্প্রেতে মানুষের মৃত্যু হয়না'।ধিক ধিক।মহান শিক্ষকতা পেশায় থাকা অবহেলিত এ মানুষগুলোকে বলতে ইচ্ছে করছে 'আমাদের ক্ষমা করুন, আমরা পারিনা আপনাদের সম্মান করার মতো মানুষ গুলোকে ক্ষমতায় বসাতে'আমাদের ক্ষমা করুন ।জানিনা এ জাতি কবে মানুষ হবে।আমরা কবে মানুষের মতো আচরণ করবো।
বিষয়: বিবিধ
৯৯৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন