বিডি টুডেসহ যে কোনো ব্লকড ওয়েব সাইট ভিজিট করুন সবচেয়ে সহজ পদ্ধতিতে

লিখেছেন লিখেছেন হাসান তারিক ০৩ অক্টোবর, ২০১৩, ০৯:১৮:১৭ রাত

বিডি টুডে সরকার ব্লক করে দেওয়ার পর নতুন ডোমেইন নিয়ে কর্তৃপক্ষ সাইটটাকে চালু করতে না করতেই সরকার আবারো তা ব্লক করে দিয়েছে বলে কর্তৃপক্ষ অভিযোগ করেছেন। হয়তো আরেকটা নতুন ডোমেইন নিলে আবারো তা সরকার ব্লক করে দিবে।

কিন্তু এতে চিন্তার কোনো কারণ নেই। ব্লকড সাইট ভিজিট করা আসলে কোনো ব্যাপারই না। বাংলাদেশে যখন দীর্ঘদিন ইউটিউব বন্ধ ছিল আমি তখন আরামসে ইউটিউব ভিজিট করেছি। অনেকে বিভিন্ন প্রক্সি সাইট কিংবা টর ব্রাউজার দিয়ে বিডি টুডেসহ যে কোনো ব্লকড সাইট ভিজিট করতে বলেন। কিন্তু ওইসবের চেয়ে অনেক সহজ সমাধান থাকতে কেন আপনি কঠিন পথে হাঁটবেন?

তাহলে জেনে নিন সহজ সমাধানটি:

০১। এখান থেকে আল্ট্রা সার্ফ নামের ১.৮৪ মেগাবাইটের ছোট্ট জিপ সফটওয়ারটা আপনার পিসিতে ডাউনলোড করে নিন।

০২। পিসিতে এন্টিভাইরাস থাকলে তা সাময়িকভাবে ডিজঅ্যাবল করে নিন।

০৩। ডাউনলোড করা সফটওয়ারটা আনজিপ করুন।

০৪। আনজিপ হওয়ার পর "u1301" নামে একটা সফটওয়ার দেখবেন, এটার উপর ডবল ক্লিক করুন। এ রকম একটি উইন্ডো খুলবে-



০৫। Option এ ক্লিক করুন [উপরের ছবিতে লাল বর্ডার চিহ্নিত]। এ রকম একটি উইন্ডো আসবে-



০৬। এবার Start IE automatically [ছবিতে লাল বর্ডার চিহ্নিত] থেকে টিক চিহ্ন উঠিয়ে দিন।

ব্যাস, কাজ শেষ। এবার উপভোগ করুন মজা।

কেন ব্যবহার করবেন আল্ট্রা সার্ফ?

০১। কোনো প্রক্সি সাইটে ঢুকার ঝামেলা নাই। ডেস্কটপে আল্ট্রা সার্ফের একটা র্শটকার্ট রেখে দিবেন আর বিডি টুডে ভিজিট করার আগে ডবল ক্লিক করবেন। কাজ শেষ Happy

০২। প্রক্সি সাইটগুলোতে সাধারণত স্পিড অনেক কমে যায়। আল্ট্রা সার্ফে ইন্টারনেটের স্পিড কমবে না বললেই চলে। আল্ট্রা সার্ফে বড়জোর ০.৫ শতাংশ স্পিড কমবে। প্রথম চিত্রটার মধ্যে দেখেন স্পিড শো করছে ৯৯.৫%। মানে হলো, আপনার ইন্টারনেট স্পিডের ৯৯.৫ শতাংশই সে দিতে পারছে, মাত্র ০.৫ শতাংশ কমেছে। ব্রাউজ করার সময় এটা টেরই পাবেন না Happy

০৩। আপনার আইপি এড্রেস থাকবে নিরাপদে। আল্ট্রা সার্ফ নিজে নিজেই আইপি এড্রেস অটো জেনারেট করে। ফলে আপনার আইপি কেউ ট্র্যাক করতে পারবে না।

চীন, ইরান, কোরিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, পাকিস্তানের সরকারগুলো বহু চেষ্টা করেও আল্ট্রা সার্ফের প্রক্সি বন্ধ করতে পারে নাই। সেই তুলনায় বিটিআরসি তো দুধের শিশু Happy

যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ব্যবহার করেন তারা ভিপিএন অ্যাপ্লিকেশন ইন্সটল করে যে কোনো ব্রাউজার দিয়েই বিডি টুডে ভিজিট করতে পারবেন। বিস্তারিত জানতে ক্লিক করুন এই লিংকে

বিষয়: বিবিধ

৪৩২৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File