Divorce বা তালাক ব্যাপারে জানতে চাই।
লিখেছেন লিখেছেন মাসুদ রানা ২২ আগস্ট, ২০১৪, ০৫:৪২:৪৪ বিকাল
বন্ধুরা এই সোনার বাংলা ব্লগে অনেকে অনেক বিষয়ে ব্লগ লিখে থাকেন কিন্তু আজ পর্যন্ত তালাক বিষয়ে ব্লগ আমার নজরে পড়ে নি। তাই আমার অনুরোধ আপনারা আপনাদের মূল্যমান মতমত জানাবেন। একজন ছেলে তার স্ত্রী কে বা একজন মেয়ে তার স্বামী কে কি ভাবে তালাক দিতে পারে ইসলামিক সরিয়াহ ভিত্তিক। বা বাংলাদেশ আইন অনুসারে। আপনার মূল্যমান মতামত আশা করছি।
বিষয়: বিবিধ
১৬৪৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আমাদের ধর্মীয় (ইসলামীক) এবং বর্তমানে বাংলাদেশে কিভাবে করতে হয় সেটাও থাকা চাই @আজিম বিন মামুন ভাই
আরেকটা বিষয় আপনিও কি মেয়ে-মানুষ?
এখানে কিছু পাবেন-
এবং এখানেও কিছু পাবেন-
তবে তালাকের বিষয়টি স্থান-কাল-পাত্র/পাত্রীভেদে অসংখ্য শর্ত ও পূর্বাপর বিষয়ের সাথে সম্পর্কিত হওয়ার কারণে প্রতিটি কেইস আলাদাভাবেই বিচার করতে হয়- একটার উদাহরণ দিয়ে আরেকটার রায় দেয়া যায়না!!
তাছাড়া তালাক হলো সর্বশেষ অপশন- তাই তার আগের ধাপগুলো ঠিকমত পালন করা হলে সাধারণতঃ তালাক পর্যন্ত যাওয়া লাগেনা!
তালাকের জন্য উভয়পক্ষ প্রস্তুত- এমন অবস্থা থাকা ফিরে আসার জন্য কাউনসেলিং করার পর সেসব সংসার শুধু টিকে থাকাই নয়, বরং খুব সুখের সাথেই আছে- এমন সংখ্যা অনেক!
আসলে সমস্যাটা কোথায়- এটা কোন পক্ষই যদি সনাক্ত করতে না পারেন তবে সংসার টেকানো কঠিন হয়!!
শরীয়তে বৈধ কিন্তু প্রায় নিন্দনীয় একটি কাজ হচ্ছে তালাক দেয়া!দাম্পত্য জীবণ একেবারে অসহনীয় না হলে তালাক না দেয়াই ভালো!
এর নিয়ম হচ্ছে একসাথেই ৩ তালাক না দেয়া,বরঞ্চ ১মে ১ তালাক দিয়ে সাবধান করা এবং তাতে ভালো হয়ে গেলে আগের সব ভুলে গিয়ে সুন্দরভাবে সংসার করা,তাতে না শুধরালে ২য় তালাক দেয়া এবং তখন সমস্যা মিটে গেলে আবার সুন্দরভাবে আদর-মহব্বতের সাথে সংসার করা,আর তাতেও যদি সমস্যা না মিটে না যায় তবে ৩য় তালাক দেয়া!
এখন এ সকল তালাক দেয়ার পরে যদি স্ত্রীর ৩টি পিরিয়ড অথবা ৩ মাস কেটে যায় তাহলে সে স্ত্রী আর আপনার থাকবে না,তাকে স্ত্রী হিসেবে পেতে চাইলে আপনাকে পুনরায় বিয়ে করতে হবে কিন্তু যদি তালাক দেয়ার ৩ মাসের ভিতরেই স্ত্রী ভুল বুঝতে পারে কিংবা নিজেদের মাঝের আলোচনায় সমস্যা কাটিয়ে নিতে পারে তবে পুনরায় বিয়ে করতে হবে না,এমনিতেই তারা আবার সংসার করতে পারবেন!আমাদের দেশে হিল্লা বিয়ে নামক একপ্রকার ইসলাম বহির্ভূত কাজ করা হয় যে তালাক দিয়ে দেয়ার পরে সেই স্ত্রীকে আবার ফিরে পেতে চাইলে ভিন্ন এক পুরুষের সাথে বিয়ে দেয় আবার ২-৩ দিন পরে তাকে ছেড়ে দিয়ে আগের স্বামীর কাছে ফেরত আসে যা সম্পূর্ণ হারাম!
আর যদি স্ত্রী অন্যত্র বিয়ে করতে চায় তবে তাকে অবশ্যই ৩ মাসের ইদ্দত পালন শেষে বিয়ে করতে হবে,আজকে তালাক শেষে কালকেই বিয়ে করা যাবে না!
এটার মানে বুঝলাম না, তালাকপ্রাপ্ত বউ বিয়ে করবে? না-কি তালাকদাতা স্বামী বিয়ে করবে?
কিন্তু এই পুনরায় বিবাহের প্রয়োজন হবে না যদি তারা তালাক হওয়ার ৩ মাসের ভিতরই নিজেদের মাঝে মিটমাট করে ফেলতে পারে!
২। আইন যতো আইন
মন্তব্য করতে লগইন করুন