Divorce বা তালাক ব্যাপারে জানতে চাই।

লিখেছেন লিখেছেন মাসুদ রানা ২২ আগস্ট, ২০১৪, ০৫:৪২:৪৪ বিকাল

বন্ধুরা এই সোনার বাংলা ব্লগে অনেকে অনেক বিষয়ে ব্লগ লিখে থাকেন কিন্তু আজ পর্যন্ত তালাক বিষয়ে ব্লগ আমার নজরে পড়ে নি। তাই আমার অনুরোধ আপনারা আপনাদের মূল্যমান মতমত জানাবেন। একজন ছেলে তার স্ত্রী কে বা একজন মেয়ে তার স্বামী কে কি ভাবে তালাক দিতে পারে ইসলামিক সরিয়াহ ভিত্তিক। বা বাংলাদেশ আইন অনুসারে। আপনার মূল্যমান মতামত আশা করছি।

বিষয়: বিবিধ

১৬৬৮ বার পঠিত, ১৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

257128
২২ আগস্ট ২০১৪ বিকাল ০৫:৫২
বুড়া মিয়া লিখেছেন : হ্যা একদম বিস্তারিত প্রসেস সহ আমিও জানতে আগ্রহী, ইসলামীক এবং বর্তমানে বাংলাদেশে কিভাবে করতে হয় সেটাও।
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩৭
200826
মাসুদ রানা লিখেছেন : ধন্যবাদ আমার সাথে একমত হবার জন্য।
257135
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:১৩
আজিম বিন মামুন লিখেছেন : তালাক বিষয়ে বিস্তারিত ইনশাআল্লাহ আগামীকাল পাবেন।আমাদের জ্ঞান পিপাসা মেটানোর দায়িত্ব তাদের,যারা জানে।
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৩৮
200827
মাসুদ রানা লিখেছেন : এখানেই আপনে কমেন্ট করতে পারেন ধন্যবাদ।
২২ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৯
200849
বুড়া মিয়া লিখেছেন : নাহ মাসুদ রানা ভাই, পোষ্ট-ই হোক এ ব্যাপারে;

আমাদের ধর্মীয় (ইসলামীক) এবং বর্তমানে বাংলাদেশে কিভাবে করতে হয় সেটাও থাকা চাই @আজিম বিন মামুন ভাই
২৩ আগস্ট ২০১৪ রাত ০১:৩৭
200948
মাসুদ রানা লিখেছেন : ঠিক আছে @বুড়া ভাই।
257144
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৬:৫৪
ফেরারী মন লিখেছেন : বিয়ে করেছেন? আর করে থাকলেও তালাক দেওয়ার প্রশ্ন আসে কেনো? এটা কোন ধরনের মানসিকতা?
২২ আগস্ট ২০১৪ রাত ০৮:৪৭
200848
বুড়া মিয়া লিখেছেন : রুমানার মতো জামাই ফালাইয়া আরেক পোলার সাথে লটর-পটর করবে, আর সে লটর-পটর করা থেকে বিরত রাখতে যাইয়া চরম পরিস্থিতিতে দুই-চারটা থাপ্পরের বিনিময়ে জেলে যাইয়া হাসান এর মতো মরার মানসিকতা থাকবে? @ফেরারী,

আরেকটা বিষয় আপনিও কি মেয়ে-মানুষ?
২৩ আগস্ট ২০১৪ রাত ০১:৩৯
200949
মাসুদ রানা লিখেছেন : হা ফেরারী মন। আমার জীবনে এমন ঘটনা আছে তাই জানতে চেয়েছি আর এর মাধ্যমে অনেকের জানা হয়ে যাবে। ধন্যবাদ।
257154
২২ আগস্ট ২০১৪ সন্ধ্যা ০৭:৫৩
আবু সাইফ লিখেছেন :
এখানে কিছু পাবেন-


এবং এখানেও কিছু পাবেন-


তবে তালাকের বিষয়টি স্থান-কাল-পাত্র/পাত্রীভেদে অসংখ্য শর্ত ও পূর্বাপর বিষয়ের সাথে সম্পর্কিত হওয়ার কারণে প্রতিটি কেইস আলাদাভাবেই বিচার করতে হয়- একটার উদাহরণ দিয়ে আরেকটার রায় দেয়া যায়না!!

তাছাড়া তালাক হলো সর্বশেষ অপশন- তাই তার আগের ধাপগুলো ঠিকমত পালন করা হলে সাধারণতঃ তালাক পর্যন্ত যাওয়া লাগেনা!

তালাকের জন্য উভয়পক্ষ প্রস্তুত- এমন অবস্থা থাকা ফিরে আসার জন্য কাউনসেলিং করার পর সেসব সংসার শুধু টিকে থাকাই নয়, বরং খুব সুখের সাথেই আছে- এমন সংখ্যা অনেক!

আসলে সমস্যাটা কোথায়- এটা কোন পক্ষই যদি সনাক্ত করতে না পারেন তবে সংসার টেকানো কঠিন হয়!!
২৩ আগস্ট ২০১৪ রাত ০২:০০
200952
মাসুদ রানা লিখেছেন : ধন্যবাদ।
257156
২২ আগস্ট ২০১৪ রাত ০৮:০০
কাজি সাকিব লিখেছেন :

শরীয়তে বৈধ কিন্তু প্রায় নিন্দনীয় একটি কাজ হচ্ছে তালাক দেয়া!দাম্পত্য জীবণ একেবারে অসহনীয় না হলে তালাক না দেয়াই ভালো!
এর নিয়ম হচ্ছে একসাথেই ৩ তালাক না দেয়া,বরঞ্চ ১মে ১ তালাক দিয়ে সাবধান করা এবং তাতে ভালো হয়ে গেলে আগের সব ভুলে গিয়ে সুন্দরভাবে সংসার করা,তাতে না শুধরালে ২য় তালাক দেয়া এবং তখন সমস্যা মিটে গেলে আবার সুন্দরভাবে আদর-মহব্বতের সাথে সংসার করা,আর তাতেও যদি সমস্যা না মিটে না যায় তবে ৩য় তালাক দেয়া!
এখন এ সকল তালাক দেয়ার পরে যদি স্ত্রীর ৩টি পিরিয়ড অথবা ৩ মাস কেটে যায় তাহলে সে স্ত্রী আর আপনার থাকবে না,তাকে স্ত্রী হিসেবে পেতে চাইলে আপনাকে পুনরায় বিয়ে করতে হবে কিন্তু যদি তালাক দেয়ার ৩ মাসের ভিতরেই স্ত্রী ভুল বুঝতে পারে কিংবা নিজেদের মাঝের আলোচনায় সমস্যা কাটিয়ে নিতে পারে তবে পুনরায় বিয়ে করতে হবে না,এমনিতেই তারা আবার সংসার করতে পারবেন!আমাদের দেশে হিল্লা বিয়ে নামক একপ্রকার ইসলাম বহির্ভূত কাজ করা হয় যে তালাক দিয়ে দেয়ার পরে সেই স্ত্রীকে আবার ফিরে পেতে চাইলে ভিন্ন এক পুরুষের সাথে বিয়ে দেয় আবার ২-৩ দিন পরে তাকে ছেড়ে দিয়ে আগের স্বামীর কাছে ফেরত আসে যা সম্পূর্ণ হারাম!
আর যদি স্ত্রী অন্যত্র বিয়ে করতে চায় তবে তাকে অবশ্যই ৩ মাসের ইদ্দত পালন শেষে বিয়ে করতে হবে,আজকে তালাক শেষে কালকেই বিয়ে করা যাবে না!
২২ আগস্ট ২০১৪ রাত ০৮:৩১
200844
বুড়া মিয়া লিখেছেন : নীচে একটা প্রশ্ন করা হয়েছে আপনার বরাবর।
257161
২২ আগস্ট ২০১৪ রাত ০৮:৩১
বুড়া মিয়া লিখেছেন :
তাকে স্ত্রী হিসেবে পেতে চাইলে আপনাকে পুনরায় বিয়ে করতে হবে


এটার মানে বুঝলাম না, তালাকপ্রাপ্ত বউ বিয়ে করবে? না-কি তালাকদাতা স্বামী বিয়ে করবে?
২২ আগস্ট ২০১৪ রাত ১০:১৮
200886
কাজি সাকিব লিখেছেন : যে স্বামী তার স্ত্রীকে তালাক দিল এবং তালাক দেয়ার পরে স্ত্রীর ৩টি পিরিয়ড অথবা ৩ মাস অতিবাহিত হয়ে গেল ধরেন কথার কথা ৬ মাসে পরে সেই স্বামী এবং স্ত্রী যদি তাদের নিজেদের মাঝের সমস্যা মিটমাট করে আবার সংসার শুরু করতে চায় তবে তাদের একে অপরকে আবার বিয়ে করতে হবে ঠিক যেমন অন্য কাউকে বিয়ে করতে গেলে ইসলামী শরীয়াহর যে সকল বিধি বিধান রয়েছে তা মেনেই!

কিন্তু এই পুনরায় বিবাহের প্রয়োজন হবে না যদি তারা তালাক হওয়ার ৩ মাসের ভিতরই নিজেদের মাঝে মিটমাট করে ফেলতে পারে!
257166
২২ আগস্ট ২০১৪ রাত ০৮:৪২
শাহ আলম বাদশা লিখেছেন : আমি ২টি লিঙ্ক দিলাম, জেনে নিন-- ১। বিবাহবিচ্ছেদ

২। আইন যতো আইন
257169
২২ আগস্ট ২০১৪ রাত ০৮:৫১
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : কমেন্ট এর মাধ্যমে পোস্টটার গুরুত্ব বেড়েই চলছে।
২৩ আগস্ট ২০১৪ রাত ০২:০৩
200953
মাসুদ রানা লিখেছেন : আপনে ঠিক এ বলছেন। ধন্যবাদ।
257295
২৩ আগস্ট ২০১৪ সকাল ০৬:৪৬
কাহাফ লিখেছেন : সবচেয়ে নিন্দনীয় বৈধ কাজ হচ্ছে "তালাক",শরীয়ত ও দেশের আইন আনুযায়ী এটা পুরুষের অধিকার,তবে নারীদের কে অনুমতি দেয়া হলে তারা এটা করতে পারবে।এ সম্পর্কিত বই পড়া দরকার, অল্প আলোচনায় কভার হবে না বিষয়টা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File